সন্ধ্যা নামতে আর বেশি বাকি নেই। অফিসযাত্রীরা বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছেন। হঠাৎই কলকাতার পশ্চিম আকাশ জুড়ে সবুজ আলোর আভা। শহরের নানা প্রান্ত থেকে বিভিন্ন মানুষ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিতে শুরু করেছেন। বিরাট হইচই পড়ে গিয়েছে এই নিয়ে। অনেকেরই প্রশ্ন, কীসের আলো এটি? এটি কি অর🌄োরা বোরিয়ালিস? বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই কাণ্ডের সাক্ষী থাকল কলকাতা।
পরিবেশ দ্রুত বদলাচ্ছে। 🀅তাপমাত্রা বাড়ছে।🧸 প্রকৃতি নানা অদ্ভুত কাণ্ড ঘটাতে শুরু করেছে, যা ঘটার কথা নয়। আর তাই ভরা গ্রীষ্মে কলকাতার আকাশে অরোরা বোরিয়ালিস দেখা গেলেও হয়তো অনেকেই অবাক হবেন না। কিন্তু এই আলো সত্যিই কীসের?
(আরও পড়ুন: ব্রিটেনের ভিসা নিয়মে বড় বদল! ভাജরতীয় ছাত্রদ𝓰ের ভবিষ্যত নিয়েও কি টানাটানি)
(আরও পড়ুন: ৯০০ কোটি টাকার সুপারকম্পিউটার আন🧸তে চলেছে কেন্দ্র, কী এমন কাজ করবে সেটি)
টিভি নাইন বাংলার তরফে এই বিষয়ে জ্যোর্তিবিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারীর কাছে জিজ্ঞাসা করা হয়। তিনি ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন🥀, আক🌼াশে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হলে এই ধরনের সবুজ আভা দেখা যেতে পারে। এটি খুব একটা বিরল নয়, এমনও জানিয়েছেন তিনি।
(আরও পড়ুন: ৭ ফুটের রড𝐆 ঢুকে গিয়েছিল বুক-মাথা ভেদ করে, তারপরꦫেও কোন মন্ত্রে ফিরল জীবন)
(আরও পড়ুন: পক্ষাঘাতে বিকল ছিল শরীর, মাথায় চিপ বসানোয় হাঁটলেন তিনিই! নবযুগের সূচনা 🔯বিজ্𝐆ঞানের)
আবহাওয়া দফতের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সূর্যাস্ജত বা সূর্যোদয়ের সময়ে আকাশে এই ধরনের সবুজ আভা দেখা যেতে পারে। তার সঙ্গে অরোরা বোরিয়ালিসে𓆏র কোনও সম্পর্ক নেই।
তবে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছ♔ে না এই বিষয়ে। অনেকে এমনও দাবি করেছেন, এই কোনও অনুষ্ঠান বা মঞ্চের আলোও হতে পারে। সন্ধ্যার আকাশে ভরপুর দূষণের কারণে সেই আলো ওই ধরনের আকার নিয়েছিল। কিন্তু সেটিরও কোনও প্রমাণ পাওয়া যায়নি। আ🌠র সেই কারণেই এখনও পর্যন্ত রহস্য থেকে গিয়েছে এই আলোর উৎস নিয়ে।
(আরও পড়ুন: সম্পর্কে দু'জনের বয়সের ফারাক কত হলে বিচ্ছেদের ঝুঁকি🙈 কম থাকে? বলছে গবেষণা)
(আরও পড়ুন: ভুল পদ্ধতিতে লাগানো হল স্যালা๊ইনের ক্💃যানুলা! প্রাণ বাঁচাতে হাত কাটা গেল মহিলার)