য়া বাড়ির জানলা থেকে দেখা যাবে সুইৎজারল্যা🌊ন্ডের সুউচ্চ ম ব্লাঁ শৃঙ্গটি। চায়ের পেয়ালা হাতে নিয়ে সেই তুষারধবল শৃঙ্গ দেখা যাবে ♛বাড়ি থেকে। সঙ্গে বাড়ির ভিতর রয়েছে তাক লাগানো কিছু আসবাব ও সাজসজ্জা। এমন এক বাড়ি বহু উচ্চাকাঙ্খীরই স্বপ্ন হতে পারে! আর বিশ্বের অন্যতম দামি সেই বাড়ি এবার কিনে ফেললেন এক ভারতীয়।
সদ্য প্রবাসী ভারতীয় কোটিপটি পঙ্কজ ওসওয়াল ও তাঁর স্ত্রী রাধিকা এই বাড়ি কিনেছেন। দাম ১,৬৪৯ কোটি টাকা। ঠিাকানা হল, স্বপ্ন সুন্দর সুইস গ্রাম জিনজিন। যা জেনেভা শহর থেকে ১৫ মিনিটের দূরত্বে রয়েছে। সুইৎজারল্যান্ডের ভিলা ভারির নাম আগেও শোনা গিয়েছে। সেখানে ওসওয়াল পরিবার আসার আগে বসবাস করতেন ক্রিস্টিনা ওনাসিস। তিনি, গ্রিক জাহাজ সংস্থার মালিক অ্যারিস্টটল ওনাসিসের মেয়ে। ক্রিস্টিনা তাঁর বাড়ি বিক্রির পর এই প্রবাসী ভারতীয় পরিবার কিনে নেয়। যে পরিবারের সঙ্গেও জুড়ে রয়েছে ধন 🔯সম্পত্তি ও বৈভবের নানান যোগ। কোটিপটি ব্যবসায়ী পঙ্কজ ওসওয়াল হলেন কোটিপতি ব্যবসায়ী অভয় কুমার ওয়সওয়ালের ছেলে। যে অভয়কুমার ওসওয়ালের হাত ধরে ওসওয়াল অ্যাগ্রো মিলস ও ওসওয়াল গ্রিনটেক এসেছে। অভয় কুমারের মৃত্যু হয়েছ🎃ে ২০১৬ সালে। এদিকে, বর্তমানে ওসওয়াল গ্রুপ গ্লোবালের মালিক হচ্ছেন পঙ্কজ। তাঁর ব্যবসায়িক পছন্দের জায়গা হল, পেট্রোকেমিক্যালস, রিয়েল এস্টেট, ফার্টিলাইজার, খণি থেকে উত্তোলন সমেত একাধিক ক্ষেত্র।
উল্লেখ্য, গত ১০ বছর ধরে সুৎজারল্যান্ডে বসবাস করেন পঙ্কজ ও তাঁর স্ত্রী রাধিকা। তাঁদের দুই মেয়ে বসুন্ধরা ও রিড্ডি তাঁদের সঙ্গে থাকেন। এই তাবড় দামি বাড়ি ছাড়াও ওসওয়াল পরিবারের দখলে রয়েছে একট🌠ি প্রাইভেট জেট, স্পোর্টস কার ল্যাম্বরগিনি ও বেন্টলে, বিশ্ব জুড়ে রয়েছে বহু নামি দামী জায়গায় বাড়ি। রয়েছে একটি জ🅰লযানও।