বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও যে উৎসবটি বাঙালির একেবারে ঘরোয়া উৎসব, সেটি হল জামাইষষ্ঠী। প্রতিবছর জৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাইষষ্ঠী পালন করা হয়। চলতি বছর ১২ জুন অর্থাৎ বুধবার পালন করা হবে জামাইষষ্ঠী। প্রতিবছরের💜 মতোই এই বছর বাঙালির ঘরে ঘরে আনন্দ উৎসবে মেতে উঠবেন সকলে।
আজ থেকে বহু বছর আগে যখন মেয়েরা বাপের বাড়ি আসতে পারতো না তখন জামাইষষ্ঠীর উৎসবের মাধ্যমে একটা দিন মেয়ে জামাইয়ের সঙ্গে কাটাতে পারতেন শ্বশুর-শাশুড়িরা। তবে এখন সুযোগ থা💦কলেও সময়ের অভাবে অনেক সময় জামাইরা আসতে পারেন না শ্বশুর বাড়িতে। কেউ কেউ আবার সুদূর বিদেশে থাকার কারণে জামাইষষ্ঠীতে যোগদান দিতে পারেন না।
(আরো পড়ুন: বেশি ন𓆉ুন খেলে বিপদের শেষ থাকবে না! স♊াবধান করছে WHO, আজই নুন খাওয়া কমান এই উপায়ে)
জামাইষষ্ঠী উপলক্ষে আদরের জামাইকে কাছে না পেয়ে অনেক শাশুড়িরই মন খারাপ হয়ে যায়। তাই আজ সেই সমস্ত শাশুড়ির জন্য কিছু শুভেচ্ছা বার্তা দেও🐟য়া রইল এই প্রতিবেদনে, যাতে কাছে না পেলেও দূর থেকেই আপনি আপনার জামাইকে জামাইষষ্ঠীর শুভেচ্ছা বার্তা জানাতে পারবেন।
জামাইষষ্ঠীর সেরা ১২ টি সেরা মেসেজ
- আজকের দিনটি প্রতি বছর যেন ঘুরে ঘুরে আসে, জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাকে।
- জামাই ষষ্ঠী শুধু একটি উৎসব নয়, জামাইকে কাছে পাওয়ার একটি আনন্দও বটে। আজকের দিন তোমাকে দিলাম বুকভরা আশীর্বাদ। শুভ জামাই ষষ্ঠী।
- দুঃখের ছায়া যেন কখনও তোমার কাছে না আসতে পারে, রইল অনেক অনেক শুভেচ্ছা।
- আজকের দিন তোমার সব স্বপ্ন পূরণ হোক এমনটাই কামনা করি, শুভ জামাই ষষ্ঠীর শুভেচ্ছা।
- সুখ সমৃদ্ধি তোমার কাছে ধরা দিক, তোমার সব স্বপ্ন পূরণ হোক, রইল জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: বাড়িতে ৫ বছরের বাচ্চা আছে! অবশ্যই তাদে👍র এই ৫ জিনিস শেখাতে হবে)
- তুমি শুধু জামাই নয়, আমার ছেলেও বটে। শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।
- মা ষষ্ঠীর কাছে তোমার জন্য কামনা করি, এভাবেই আরো বড় হও, রইল জামাইষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা।
- জীবনের প্রতিটি পদে তুমি সাফল্য পাও, এই কামনাই করি ঈশ্বরের কাছে, শুভ জামাই ষষ্ঠী।
- তোমার সব স্বপ্ন পূরণ হোক, আরো বেশি উন্নতি কর, শুভ জামাই ষষ্ঠী শুভেচ্ছা
- তোমার মত জামাই পেয়ে আমরা ভীষণ ভাগ্যবান, আরো জীবনে উন্নতি করো তুমি। শুভ জামাই ষষ্ঠী।
- তোমাদের খুশিতেই আমরা খুশি, আরো উন্নতি করো জীবনে, আরো ভালো হও, শুভ জামাই ষষ্ঠী বাবা।
- হ্যাপি জামাইষষ্ঠী বেটা, আনন্দে ভরে উঠুক তোমার জীবন।