Muharram 2024: এই দিনে রোজা রাখেন ইহুদিরাও, জেনে নিন মহরমের সঙ্গে জড়িত কিছু বিশ্বাসের কথা Updated: 17 Jul 2024, 09:48 AM IST Suman Roy Share Muharram 2024: মহরমের দশম দিনেই ধ্বংস হবে পৃথিবী। আশুরার দিনটি ঘিরে রয়েছে এমনই অনেক বিশ্বাস। 1/10মহরমের দশম দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। কারবালার মতো ভয়ঙ্কর যুদ্ধের আগেও পালন করা হত মহরম। তখন অবশ্য ধারণা ছিল অন্য। ইসলাম ধর্মমতে, মহরমের দশম দিনেই আল্লা মানুষ সৃষ্টি করেন। এই দিন থেকেই শুরু পৃথিবীর বুকে মানুষের পথ চলা। এর পাশাপাশি প্রচলিত রয়েছে আর একটি বিশ্বাস। (REUTERS) 2/10এই দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তবে কারবালার দশম দিনে হুসেইনের শাহাদত বরণ সবচেয়ে মর্মান্তিক ঘটনা। এই দিন সন্তানের সঙ্গে কারবালার প্রান্তরে অসম যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। সেখানেই তাঁকে ও তাঁর শিশুপুত্রকে হত্যা করা হয়। মহরম শব্দটির অর্থ পবিত্র। এই মাসে যুদ্ধ করা নিষিদ্ধ। তার পরেও এমন মর্মান্তিক ঘটনা ইতিহাসে আজীবন থেকে যাবে। (REUTERS) 3/10কারবালার এই ঘটনাকে স্মরণ করেই শিয়া সম্প্রদায়ের মুসলিমরা তাজিয়া মিছিলে অংশ নেয়। একটি কবরকে হুসেইন ইবনে আলির কবরের প্রতিরূপ করে তাজিয়া বানানো হয়। সেই নিয়েই চলে মিছিল। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা জিঞ্জির দিয়ে তাদের পিঠে আঘাত করতে থাকেন। নিজেদের রক্তাক্ত করার মধ্য দিয়ে সেই দিনের ঘটনাকে স্মরণ করেন তাঁরা। (REUTERS) 4/10মহরম মাসের আশুরার দিনটির সঙ্গে জড়িত রয়েছে এমনই দুঃখের ঘটনা। এরই সঙ্গে দিনটির সম্পর্কে এমন কিছু ঘটনা জড়িয়ে রয়েছে যা হয়তো অনেকেই জানেন না। (REUTERS) 5/10কারবালার যুদ্ধে শত্রুদের হাতে হুসেইন, তাঁর পরিবারের মানুষসহ ৭২ জন অনুগামী মারা যান। আরবি সংখ্যাতত্ত্বে ৭২ সংখ্যাটি এসেছে কর্তিত মুণ্ডের সংখ্যা থেকে। এই মুণ্ড কর্তন করা হয়েছিল কারবালার প্রান্তরে। (REUTERS) 6/10হুসেইন ও তাঁর অনুগামীরা সপ্তম দিন থেকেই জলের জন্য কাতরাচ্ছিলেন। দশম দিন শিমার ইবনে জিলজুশান মরাদি হুসেইনের গলায় ছুরি চালিয়ে তাঁকে হত্যা করে। (REUTERS) 7/10রেহাই পায়নি তাঁর শিশুপুত্রও। হুসেইনের মৃত্যুর পর পরই তাঁর শিশুপুত্রকেও হত্যা করা হয় একইভাবে। (REUTERS) 8/10ইসলাম ধর্মমতে বিশ্বাস, ভবিষ্যৎ কোনও এক সময় মহরমের দশম দিনেই কেয়ামত আসবে। শেষ হয়ে যাবে পার্থিব সব কিছু। এই দিনে ইহুদিরাও রোজা রাখে। রোজা রেখে আশুরা পালন করেন তাঁরা। (REUTERS) 9/10শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিমরা মহরমের দশম দিন মাতম ও দুঃখ প্রকাশের মাধ্যমে শোক জ্ঞাপন করেন। দিনটিতে তাঁরা কোনওরকম আনন্দ অনুষ্ঠানের থেকে নিজেদের দূরে রাখে। (REUTERS) 10/10অন্যদিকে, সুন্নি সম্প্রদায়ের মুসলিমরা নফল রোজা রাখে। তারা এই দিন কালো পোশাক পরিধান করে। (REUTERS) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি