বাংলা নিউজ > টুকিটাকি > Dum Dum Puja On Road: দমদম রোড আটকে আর পুজো নয়, সিদ্ধান্ত নিল ১ কমিটি! বাকি দুইয়ের কী মত
Dum Dum Puja On Road Controversy: শহর হোক বা গ্রাম, ♕রাস্তাঘাট আটকে পুজো নতুন কিছু♌ নয়। মানুষের সমস্যা হলেও সে বিষয়ে অনেকেই কর্ণপাত করেন না। এর মাঝেই এবার অভিনব পদক্ষেপ নিল দমদমের একটি পুজো। তাদের পুজোকে রাস্তার উপর থেকে সরিয়ে গলির ভিতর নিয়ে গেলেন উদ্যোক্তারা।
নাজেহাল সাধারণ মানুষ
দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত অংশের রাস্তায় যথেষ্ট স্থানাভাব। এর মধ্যেই আবার কালীপুজোর সময় তিনটে বড় পুজো এখানে করা হয়। ফলে রাস্তাঘাটে যানচলাচল প্রা꧑য় থেমে যায়। চাপ 🐟পড়ে দমদম জংশনের গুরুত্বপূর্ণ স্টেশনে। এই পরিস্থিতি থেকে মুক্তির জন্যই এবার দমদমের ওই পুজো তাদের স্থানবদল করল। এতে মানুষের অনেকটা সুবিধা হবে বলে ধারণা পুজো উদ্যোক্তাদের।আরও পড়ুন - ভয়𒀰ঙ্করের মধ্যেও ভয়ঙ্কর! মা কালীর এই বীভৎস রূপগুলির সঙ্গে পরিচি൩ত?
বাকি দুইয়ের যুক্তি
প্রসঙ্গত, তিনটি পুজোর মধ্যে একটি পুজো রাস্তা থেকে ভিতরের দিকে চলে গেলেও অন্য় দুটি পুজো রাস্তার উপরেই হচ্ছে। কমিটিকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে তারা বলেন, স্থান বদলাতে রাজি নন। কেন রাজি নন? উদ্যোক্তাদের দাবি, স্থান দিয়েই দমদম এলাকার তিনটে পুজোকে আলাদা আলাদা করে চিনতে পারেন সাধারণ দর্শনার্থীরা। কিন্তু স্থান বদল হলে মানুষ আর আগের মতো করে চিনতে পারবেন। পুজোর ‘পরিচয়’ নিয়েই একটা প্রশ্ন উঠে যাবে বলে আশঙ্কা করছেন উদ্যোক্তারা। তাছাড়াও,꧂ আরেকটা কারণ দর্শাচ্ছেন উদ্যোক্তাদের একাংশ। বলা হচ্ছে, রাস্তার উপর পুজো করলে যতটা জায়গা পাওয়া যায়, ততটা জায়গা ভিতরে নেই। ফলে ভিতরের দিকে পুজো করলে জায়গা কম পড়ে যাবে। অন্যদিকে গলির ভিতর দর্শনার্থীরা ঢুকতে গেলে ধাক্কাও খাবেন।আরও পড়ুন - কালী আরাধনার ভয়াল পরিবেশ নৃত্যনাট্য়ে! টꦺালিগঞ✅্জের রসা শক্তি সেবকের থিমে বড় চমক