খবর এক ব্যক্তির লঙ্কা-কাণ্ড ঘিরে। তবে, ব্যক্তির লঙ্কা খাওয়ার খবরে পরে আসা যাবে। আগে জানিয়ে রাখা ভাল যে এই ভূত জালোকিয়া লঙ্কা আসলে কী! ২০০৭ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জানিয়েছে যে বিশ্বে সবচেয়ে ঝাল লঙ্কা হল ভূত জালোকিয়া লঙ্কা। কতটা ঝাল আন্দাজ করতে চান? তাহলে জেনে রাখুন, টোব্যাস্কো সসের থেকে ১৭০ গুণ বেশি ঝাল এক একটি লঙ্কা। ভারতেও পাওয়া যায় এই লঙ্ক🌠া। পেতে হলে বা খেতে হলে, যেতে হবে উত্তর পূর্বে।
ভাবছেন, নাম যদি ভূত জালোকিয়া হয় তাহলে নিশ্চয় 'ভূত'এর সঙ্গে লঙ্কার সম্পর্ক রয়েছে। না! তা নয়। ভূত জালোকিয়া বা ভুত জালোকিয়ার সঙ্গে 'ভুটান' শব্দের যোগ রয়েছে। অনেকে একে ভুটানিজ লঙ্কাও বলেন। মূলত, অসমে এই লঙ্কা পাওয়া যায়। এর একটি ধরন পাওয়া যায় নাগাল্যান্ডের দিকেও। তবে এসব অনেক জ্ঞানের কথা তো হল! এবার আসা যাক খবরে! খবর এটাই যে, এই ব্যাপক ঝালওয়ালা লঙ্কা ১ মিনিটে ১৭ টি খেয়ে ফেলেছেন গ্রেগরি ফস্টার। স্বভাবতই তিনি ঘটিয়ে ফেলেছেন 'কাণ্ড'! আর এই 'কাণ্ড' হলে তিনি নিজের নাম তুলে ফেলেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। বিশ্বের সবচেয়ে দ্রুততম লঙ্কা খাদক হিসাবে এখন পরিচিত গ্রেগরি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা গ্রেগরি। আর তাঁর এই ভূত জালোকিয়া লঙ্কা খাওয়ার ভিডিয়ো উঠে এসেছে ইন্সটাগ্রামে। নিট ও জেইই জুড়ে দিয়🌟ে একটি এনꩲ্ট্রান্স হলে কি ভাল হবে না মন্দ? কী বলছেন বিশিষ্টরা