ভারতে ঢুকে পড়েছে মাঙ্কিপক্স। ইতিমধ্যেই একাধিক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এই পক্সের জীবাণু। ফলে🧜 সতর্ক থাকার পরামরℱ্শ দিচ্ছেন চিকিৎসকরা।
কিন্তু একই সময়ে আবার বাড়ছে চিকেনপক্সে আক্রান্তের সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, বর্ষার ভেজা আবহাওয়ায় এই পক্সের আশঙ্কা বাড়ছে। দুই ধরনের পক্সের মধ্যেই বেশি কিছু সামঞ্জস্য রয়েছে। তাহলে কোন পক্স আক্রান্ত হয়েছেন, তা বোঝার উপায় কী? কী কী লক্ষণ দেখলে তখনই চিকিৎসকের পরামর্শ নেবেন? (আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা WHO-র, কী কী বিষয়ে বদল আসতে চলেছে এর ফলে)
মাঙ্কিপক্স নাকি চিকেনপক্স?
পার্থক্য ১: বিশেষজ্ঞরা বলছেন, মাঙ্কিপক্সেꦍর সঙ্গে চিকেনপক্সের থেকে স্মলপক্সের মিল বেশি। যদিও স্মলপক্সে এখন আর কেউ আক্😼রান্ত হন না। এই রোগটির জীবাণু অবলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু এই দুইয়ের মধ্যে মিল রয়েছে। তবে স্মলপক্সের তুলনায় মাঙ্কিপক্সের ভয়াবহতা অনেক কম।
পার্থক্য ২: মাঙ্কি𒈔পক্সের ক্ষেত্রে গায়ে গোটা বেরোনোর দিন চারেক আগে থেকে জ্বর, মথাব্যথা, গলাব্যথা, কাশির মতো উপসর্গ দেখা যায়। এছাড়া গায়ের নানা জায়গায় লিম্ফনোডও বাড়তে পারে। এঘুলি চিকেনপক্সের ক্ষেত্র সচরাচর দেখা যায় না।