রমেশ বাবু
কেউ ঘরকন্যার কাজে ব্যস্ত থাকা স্ত্রী, কেউবা কর্মরত, আবার কারোর পরিচিতি সমাজে ট্রান্সজেন্ডার হিসাবে,কেউবা বিশেষভাবে সক্ষম, এমনই😼 ২৫০ জন মডেল রাত পোহালেই মাতাতে চলেছেন ব়্যা💎ম্প। এই আসর কেরলে। সেখানে হ্যান্ডলুমের পোশাক পরে আয়োজিত হতে চলেছে এই বিশেষ ব়্যাম্প শো। যার উদ্দেশে রয়েছে এক্কেবারে একটি অন্য বিষয়।
৮ মে কেরলে আয়োজিত হতে চলা এই বিশেষ অনুষ্ঠান ঘিরে সেখানে সমাজ সচেতন মানুষের মধ্যে রয়েছে সাজো সাজো রব। মূলত, খেলার জগতের জন্য ফান্ড এককাট্টা করতেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে। বয়স, লিঙ্গ, ধর্মভেদে সেখানে সমস্ত মানুষ একযোগে স্পোর্টসের জন্য এমন পদক্ষেপ নিতে চলেছেন। মনে করা হচ্ছে, মডেলিংয়ের দুনিয়ায় এটি ভারতে সাম্প্রতিককালের সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে। এই শো থেকে প্রাপ্ত অর্থ অ্যাথলিটদের প্রশিক্ষণে ও খেলার পরিকাঠামো গঠনে খরচ করা হবে, এই লক্ষ্যেই এমন আয়োজন। এদিকে, হ্যান্ডলুমের দুনিয়ার নামী দামী ডিজাইনাররা এই ব়্যাম্পে উপস্থিত থাকছেন বলে জানা গিয়েছে। তিরুঅনন্তপুরম থেকে ১৫ কিলোমিটার দূরে নিশিগান্ধী স্টেডিয়ামে হবে এই শো। যেখানে প্রধানমন্ত্রীর ' মাই হ্যান্ডলুম, মাই প্রাইড' -ও হতে চলেছে একটি অংশ। ডায়াবেটিস রোগীদের ডায়েটে কোন ফলগুলি রܫাখা উচিত, কোনগুলিরও দিকে না তাকানোই ভাল!