Nail biting habit: দাঁত দিয়ে নখ কাটেন? গভীর মানসিক সমস্যা না তো? কী বলছে বিজ্ঞান Updated: 29 Aug 2023, 09:30 AM IST Sanket Dhar Share দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস অনেকেরই রয়েছে। অনেকের মতে, এতে শরীরের যথেষ্ট ক্ষতি হয়। কিন্তু আদতে তা কতটা ঠিক? 1/5দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস কমবেশি অনেকেরই রয়েছে। গড়ে সাতজনের মধ্যে দুজনের এই সমস্যা দেখা যায়। দাঁতে নখ কাটা কি আদৌ খারাপ? আসল সত্যিটা হয়তো অনেকেই জানেন না। (Freepik) 2/5আসলে নখের মধ্যে নানারকমের ময়লা ও ধুলোবালি লেগে থাকে। দাঁতে নখ কাটলে সেই ময়লা সরাসরি পেটে চলে যায়। এর থেকে রোগ হওয়ার আশঙ্কাও থাকে। কিন্তু দাঁত দিয়ে নখ কাটা কি কোনও রোগ? (Freepik) 3/5বিজ্ঞানীরা কিন্তু এমনটাই বলছেন। তাদের কথায়, দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস আসলে একটি রোগ। রোগের নাম ডার্মাটোফ্যাগিয়া। এই রোগে আক্রান্তের হারও যথেষ্ট বেশি। (Freepik) 4/5তবে এরই সঙ্গে জড়িয়ে রয়েছে মানসিক টানাপোড়েন। বিশেষজ্ঞদের কথায়, মানসিক চাপ বেশি হলেই এমন কিছু অভ্যাসের দাস হয়ে পড়ে মানুষরা। এর পিছনে দুটো মানসিক সমস্য়ার কথাও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। (Freepik) 5/5একটি হল ইমপালস কন্ট্রোল ডিসঅর্ডার ও অন্যটি অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার। তবে সবার ক্ষেত্রেই এই সমস্যা দুটি দেখা দেবেই এমনটা নয়। বরং এক্ষেত্রে ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো। (Freepik) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি