হিমালয়ে দেখা মিলল এক নতুন🐷 ধরনের সাপের প্রজাতির। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ ফিট উঁচুতে খোঁজ মিলেছে এই সাপের। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, এই প্রজাতির সাপের নাম রাখা হয়েছে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। কিন্তু কেন?
আরও পড়ুন: বেণীর পর এবার থিয়েটারে ক্রম🎉াগত চলা নিগ্রহ 🍰নিয়ে সরব কোরক! পদাতিকের 'যুবক মৃণাল' বললেন...
কী ঘটেছে?
পশ্চিম হিমালয়ে একদল গবেষক একটি নতুন প্রজাতির সাপের সন্ধান পেয়েছেন। তাঁরা সেই সাপের নাম জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে রেখেছেন। কারণ তিনি বন্যপ্রাণ সংরক্ষণের জন্য ভীষণ ভাবে কাজ করেছেন। এই গবেষক দলে ভারত, জার্মানি এবং ইউনাইটেড কিংডমের সদস্যরা ছিলেন। ২০২🌺০ সালে তাঁরা এই নতুন প্রজাতির সাপটি প্রথম দেখতে পান যখন তাঁরা ভারতের সরীসৃপ নিয়ে কাজ করছিলেন।
সোম🌳বার, ২১ অক্টোবর ২০২৪ সালে এই নতুন প্রজাতির সাপের সন্ধানের কথা সায়েন্টিফিক রিপোর্টে প্রকাশিত হয়েছে। এই নতুন প্রজাতির সাপটিকে ‘Anguiculus' নামক নতুন বিভাগে রেখেছেন, যার෴ অর্থ ছোট সাপ।
অনেকেই নিশ্চয় ভাবছেন সাপের নাম লিওনার্দো ডিক্যাপ্রিওর নামেকেন রাখা হল? আসলে অভিনেতা বিশ্ব উষ্ণায়ন, আবহাওয়া পরিবর্তন, মানুষের স্বাস্থ্য🍬, বায়োডায়ভার্সিটি,ইত্যাদি বিষয় নিয়ে লাগাতার কাজ করে চলেছেন। শুধু তাই নয় তিনি মানুষের মধ্যে সচেতনতা ছড়াতেও সাহায্য করেন। একই সঙ্গে গবেষণা সহ কনসারভেসন সহ অন্যান্য কাজের জন্য তিনি বিপুল অর্থ ডোনেট করেন।
আরও পড়ুন: সিংঘম এগেনেꦬ থাকবে চুলবুল পান্ডের ক্যামিও! মৃত্যু ভয় উপেক্ষা করে সিকান্দরের শ্যুট শুরু সলম♑নের
নিজেদের গবেষণার জন্যই এই গবেষক দল হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকায় গিয়েছিলেন সেখানে তাঁরা খয়েরি রঙের এই সাপের দেখা পান। যতক্ষণ না ওদের ধরার চেষ্টা করা হয়েছে তাঁরা বিন্দুমাত্র নড়েনি, এমনকি কামড়ানোর চেষ্টাও করেনি। আপাতত এই সাপ গুলোর DNA পরীক্ষা করা হয়েছে যেখানে ধরা পড়ে যে এটা একেবারে নতুন প্রজাতির একটি সাপ। চাম্বা, কুলু , নৈনিতালꦦ সহ নেপালের বিভিন্ন জায়গায় এই সাপ পাওয়া যায় বলেই মিজোরাম বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের এক অধ্যাপক জানিয়েছেন। তিনি এই গবেষক দলের সদস্য বটে। অন্যান্য গবেষকদের মধ্যে আছেন জিশান এ মির্জা, বীরেন্দর কে ভরদ্বাজ, প্যাট্রিক ডি ক্যাম্পবেল, হরশিল প্যাটেল, গার্নট ভোগেল। জানা গিয়েছে আরজে সাপটি মাত্র ২২ ইঞ্চি বড় হতে পারে। গায়ে ডিপ ব্রাউন স্পট আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি ৬০০০ ফিট উঁচুতে এঁদের বাস।