মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় মাতৃপক্ষ। এই সময় সমস্ত দেবীর আরাধনায় নিজেকে নিয়োজিত করেনꦓ সকলে। বলা হয়ে থাকে, নবরাত্রির সময় সন্তানের জন্ম হলে সেই সন্তান ঈশ্বরের আশীর্বাদ ধন্য হয়। ঠিক তেমনি একটি ভাইরাল ভিডিয়োয় দেখা গেল বিজয়া দশমীতে জন্ম নেওয়া কন্যা সন্তানকে মায়ের কাছে আনা হল মা অম্বে রূপে।
সম্প্রতি একজন সো𒐪শ্যাল মিডিয꧃়া ব্যবহারকারী X হ্যান্ডেল একটি ভিডিয়ো পোস্ট করেছেন যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট্ট কন্যা সন্তানের জন্ম হয়েছে বিজয়া দশমীর প্রাক্কালে। এই শিশু কন্যাকে জন্মের পর মা অম্বের রূপে সাজিয়ে আনা হয়েছে মায়ের কাছে।
(আরও পড়ুন: হার্ট, ব্রেন, লিভার, ফুসফুস - সর্বত্র জমছ🎐ে প্লাস্টিক! কী বিপদ আগামী দিনে?)
মাকে দেখানোর পর সেই ছোট্ট শিশুটিকে যখন বাইরে পরিবারের কাছে নিয়ে আসা হয় তখ꧙ন শিশুটিকে দেখে বেজায় খুশি হয়ে যায় পরিবারের সকলে। শিশুটিকে কোলে নিয়ে আদর করার পরিবর্তে শিশুটির পায꧃়ে হাত দিয়ে প্রণাম করতে শুরু করেন সকলেই। সকলের বিশ্বাস, বিজয় দশমীর দিন স্বয়ং ঈশ্বর এসেছেন তাঁদের পরিবারে।
যেখানে একের পর এক মেয়ে হত্যার খবর শুনতে পাওয়া যায, সেখানে একজন মেয়ে জন্মের পর পরিবারের সকলের এই আনন্দ সত্যি চোখে জল এনে দেয়। একদিকে যেমন সমাজের কিছু বিকৃত মানসিকতার মানুষ মেয়▨েদের ‘বোঝা’ হিসাবে দেখে এখনও সেখানে কিছু মানুষ এমনও রয়েছেন যারা কন্যা সন্তানকে দেবীর রূপে দেখেন।
এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর একজন লিখেছেন, আজকে সব থেকে সুন্দর জিনিস দেখলাম আমি। অন্য একজন লিখেছেন, এটা কিন্তু মেনে নেওয়া গেল না। একজন নবজাতককে এমন পোশাক পরিয়ে রাখা একেবারেই উচিত নয়। এতে ওর কষ্ট হতে পারে। এমন পোশাক এবং মেকআপের জন্য এই বয়সটা একেবাꦆরেই উপযুক্ত নয়।
(আরও পড়ুন: স্বামীর মৃত্যুর পরেও শ্বশুরবাড়িতে কেন? ভিডি☂য়োর মাধ্যমে উত্তর দিলেন এক মহিলা)
তৃতীয় একজন লিখেছেন, শিশুটি বোধহয় কষ্ট পাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই রকম পোশাক খুলিয়ে দেওয়াই উচিত। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, এইরকম রিল তৈরি করার জন্য শিশুদের কষ্ট দেওয়া উচিত নয়। তবে ভ🃏িডিয়োটি সত্যি মন ছুঁয়ে গেল।