২০২৪ সালের অলিম্পিক শুরু হওয়ার আর কিছু ঘন্টা বাকি। তারপরেই শুরু হয়ে যাবে ♍ক্রীড়া জগতের সবথেকে বড় প্রতিযোগিতা। প্রতি ৪ বছর অন্তর অন্তর অনুষ্ঠ🀅িত হওয়া এই প্রতিযোগিতা এই বছর চ্যামোনিক্স ১৯২৪ এর শতবর্ষকে চিহ্নিত করবে। বলাই বাহুল্য চলতি বছর এই অনুষ্ঠানটি হতে চলেছে আরও বেশি স্পেশাল।
এহেন প্যারিস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের আগে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন নিতা আম্বানি। 🅠প্যারিসের লুই ভিটন ফাউন্ডেশনে ১৪২ তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান দিতে এসেছিলেন তিনি। এই অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছ থেকে উ📖ষ্ণ অভ্যর্থনা পান নিতা।
(আরও পড়ুন: কালো পোশাকে ক্যামেরার সামনে এসেছিলেন শচীন কন্যা, প⛎োশাকটির দাম শুনলে চোখ কপালে)
সম্প্রতি এই ছবিটি আম্বানি পরিবারের একটি ফ্যান পেজ দ্বারা শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। শেয়ার করা এই ছবিতে দেখা যায়, ফ্রান্সের প্রেসিডেন্ট নিতা আম্বানির হাতে চুম্বন দিয়ে তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন। শুধু🐻 প্রেসিডেন্ট নন, আইওসি প্রেসিডেন্ট থম⭕াস বাখও মুকেশ আম্বানি ঘরণীকে স্বাগত জানান।
প্যারিস অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে নিতা আম্বানি পরেছিলেন একটি লাল রংয়ের স্যুট। এই পোশাকটি ছিল ফুল হ𝕴াতা, যার মধ্যে সেলুয়েট, সাইড স্লিটের কাজ করা ছিল। এছাড়া পোশাকটির হাতা, পিঠ এবং ঘাড়ের কাছে সোনার জারদৌসি মিনাকারির কাজ করা ছিল। হাতে ছিল সোনার কঙ্কন।
(আরও পড়ুন: ಌবিশ্ব ভ্রুণ বিশেষ🦩জ্ঞ দিবস, চিকিৎসা বিজ্ঞানের জন্য কেন গুরুত্বপূর্ণ দিনটি? জানুন ইতিহাস ও গুরুত্ব)
প্রসঙ্গত, ২০২৪ সালের অলিম্পিক শুরু হবে আগামী ২৬ জুলাই, চলবে ১১ আগস্ট পর্যন্ত। এই প্রতিযোগিতাটি ꦬঅনুষ্ঠিত হবে ফ্রান্সের প্যারিসে। ২০০টির বেশি দেশ অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতার ৩২ টি খেলায় মোট ৩২৯টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করা হবে। এবারের উদ্বোধনী অনুষ্ঠান অলিম্পিক ইতিহাসের সব থেকে বড় অনুষ্ঠান বলে বিবেচিত করা হবে, এমনটাই মত প্যারিস গেমসের আয়োজক কমিটির।