মাঝে মাঝেই বিচিত্র ‘একুশে আইন’এর কারণে খবরের শিরোনামে আসে কিম জং উনের দেশ। এবারেও তেমনই একটি ঘটনায় সারা বিশ্বের সংবাদমাধ্যমে উঠে এল উত্তর কোরিয়ার নাম। সম্প্রতি কিছু বছরে উত্তর কোরিয়ায় বেড়ে গিয়েছে আত্মহত্যার প্রবণতা। সেই প্রবণতা ঠেকাতেই এবার নয়া আইন আনল উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান। সেই দেশে আর আত্মহত্যা করা যাবে না। নিজেকে শেষ করার প্রবণতার উপর নিষেধাজ্ঞা জ𒐪ারি করল কিম জং উন। সম্প্রতি একটি বৈঠকে সেই নিয়েই উচ্চপদস্থ কর্তাদের নির্দেশ দিলেন কিম। সংবাদমাধ্যম রয়টার্স সূত্রে খবর, আত্মহত্যা নিষিদ্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। তবে এখনও পর্যন্ত এই নির্দেশ সরকারি আমলাদের মধ্যেই ‘গোপনীয়’ রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: এব💫ার আমেরিকা সব দে🎐খতে পাবে! রাশিয়া-চিন থেকে শুরু করে সব দেশের উপর উঁকির ব্যবস্থা
আরও পড়ুন: বায়ুদূষণের দৌড়ে দিল্লিকে টেক্কা দিল ন♛িউ ইয়র্ক, কানাডার দাবানল কতটা ক্ষ෴তি করল
আত্মহত্যা নিষিদ্ধ করার পিছনে একটি নয়া যুক্তিও দিয়েছে কিম জং উনের সরকার। তাঁর কথায়, আত্মহত্যা করার প🦩্রবণতা আদতে সামাজিকতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। নাগরিকদের সেই প্রবণতা থেকেই মুক্ত করতে চাইছে সরকার। সম্প্রতি উত্তর কোরিয়ার অর্থনৈতিক অবস্থা বেশ সঙ্গীন। তার মধ্যেই দক্ষিণ কোরিয়ার গুপ্তচর দলের হাতে এসেছে নয়া তথ্য। জানা গিয়েছে, উত্তর কোরিয়ায় গত বছরের তুলনায় এই বছর আত্মহত্যার ঘটনা ৪০ শতাংশ বেড়ে গিয়েছে। সংবাদমাধ্যম মিররে প্রকাশিত হয় এই প্রতিবেদন। দক্ষিণ কোরিয়ার গুপ্তচর দলের এক মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার নানা অভ্যন্তরীণ সমস্যার কারণেই এই পরিস্থিতি হয়েছে। রেডিয়ো ফ্রি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, একটি জরুরি বৈঠকেই আত্মহত্যা সংক্রান্ত এই বিশেষ নির্দেশ পাশ করানো হয়।