সকꦓালের জলখাবার নিয়ে ধন্ধে থাকেন অনেকেই। আসলে সকালে এত কাজ থাকে যে রুটি, পরোটা বানানোর মতো সময়ই থাকে না। আর তাই তো ব্রেকফাস্টে সেই কর্নফ্লেক্স বা পাউরুটি। তবে এই দুটো খাবারই কিন্তু দেখতে বা শুনতে যতটা হেলদি লাগে, আদপে একেবারেই নয়। তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি ঝটাপট বানানো যায় কিন্তু স্বাস্থ্যকর এরকম খাবার রাখতে পারেন ব্রেকফাস্টে। বানিয়ে নিতে পারেন ওটস আর ডিম দিয়ে বানানো অমলেট।
আরও পড়ুন: বর্ষায় চুল পড়ার সমস্যা কমা🌼নোর টিপস দিলেন কারিনা কা♔পুরের ফিটনেস কোচ রুজুতা
ওটস অমলেটের রেসিপি
উপকরণ:
রোলড বা ইনস্ট্যান্ট ওটস (৪ টেবিল টামচ), গাজর-বিনস-পেঁয়াজ-কাঁচালঙ্কা-টমেটো কুচনো (১/২ কাপ)꧂, গোটা ডিম (১টি), ডিমের সাদা অংশ (২ টি), নুন (স্বাদমতো), তেল (ভাজ🍨ার জন্য)
পদ্ধতি:
✤ওটস গরম জলে বা গরম দুধে ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এবার ডিম ফেটিয়ে নিন। তাত🐎ে সবজি মেশান। তারপর ভিডিয়ে রাখা ওটস দিন ডিমের মধ্যে। ভালো করে ফেটিয়ে নিন ডিম।
এরপর প্যানে সামান্য তেল গরম করে নিন। তাতে ঢেলে দিন ওটস আর ডিমের মিশ্রণ। উপর থেকে ছড়িয়ে দিন গোলমরিচ। তারপর আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রাখুন ৪-৫ মিনিট। ওই পাশটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে উলটে নিন। ফের ঢাকা দিয়ে রাখুন ৫-৬ মিনিট। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। আরও পড়ুন: বর্ষা✨য় গাছ👍ের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং মরে যাচ্ছে, জানুন এর কারণ ও সমাধান