Planetary Parade: 🌠আকাশে এবার দেখা যাবে সৌরজগতের সাত গ্রহদের। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন ও ইউরেনাসের ‘প্যারেড’ দেখা যাবে মহাকাশে। পৃথিবী থেকেই এই ঘটনা প্রত্যক্ষ করা যাবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাকেন্দ্র নাসা। পাশাপাশি বলা হয়েছে, এই ঘটনা ২০৪০ সালের আগে আর দেখা যাবে না (Science News)। প্ল্যানেটরি প্যারেডের (planetary parade 2025) সাক্ষী হবেন কীভাবে, সেই পদ্ধতিও জানিয়েছে নাসা।
প্ল্যানেটরি প্যারেড আদতে কী?
🌼প্ল্যানেটরি প্যারেড নাম দেওয়া হয়েছে এই বিশেষ মহাজাগতিক ঘটনাকে। তবে এর সঙ্গে আমাদের পরিচিত প্যারেডের কোনও মিল নেই। অর্থাৎ গ্রহগুলি সূর্যের চারপাশে প্রদক্ষিণ করতে করতে যে একই সরলরেখায় এসে দাঁড়াবে, এমনটা নয়। তাহলে এই নামকরণের কী কারণ? মহাকাশবিজ্ঞানীদের কথায়, ওই দিন সবকটি গ্রহ সূর্যের একপাশে থাকবে। আর এই ঘটনা দেখা যাবে পৃথিবী থেকে। সূর্যের একপাশে থাকায় এত দূর থেকে দেখলে মনে হবে, তারা যেন এক সরলরেখায় অবস্থান করছে। কিন্তু আদতে এক-একটি গ্রহ এক-একটি স্থানে থাকবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা।
আরও পড়ুুন - ༺ঐতিহ্যের আড়ালেই বেআইনি কারবার? দাঁ বাড়ির বন্দুক ব্যবসা শুরু হয়েছিল যেভাবে
কবে দেখা যাবে?
⛦নাসার বিজ্ঞানীদের কথায়, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকেই গ্রহগুলির নির্দিষ্ট স্থানে আসতে শুরু করবে (planetary parade 2025 Dates)। অর্থাৎ সেই স্থানে আসবে, যেখানে এলে প্ল্যানেটরি প্যারেড সংঘটিত হয়। তবে এই মহাজাগতিক ঘটনা দেখার জন্য সেরা দিন ৩ মার্চ বলে জানিয়েছে নাসার গবেষকরা।
কীভাবে দেখবেন?
𒈔দেখার জন্য দূরবীন বা ছোট টেলিস্কোপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। গ্রহদের প্ল্যানেটরি প্যারেড দেখার জন্য সেরা সময় হল সূর্যাস্তের পর। তবে সব গ্রহ যে দেখা যাবে না, সে কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা। তাদের কথায়, কিছু গ্রহ স্পষ্ট দেখা যাবে, কিছু গ্রহ আবছা দেখা যাবে। কিছু গ্রহ নাও দেখা যেতে পারে।
আরও পড়ুুন - ༺৫০০ অ্যাটম বোমের শক্তি নিয়ে কলকাতায় আছড়ে পড়তে পারে গ্রহাণু! বিপুল ক্ষতির ভয়?
কোন কোন গ্রহ দেখা যাবে?
🌄শুক্র গ্রহ সবচেয়ে উজ্জ্বল বলে দেখা যাবে এই দিন। হালকা লালচে আভায় দেখা দেবে মঙ্গল গ্রহও। বৃহস্পতি দ্বিতীয় উজ্জ্বল গ্রহ। এটিও দেখা যাবে এই দিন। সব শেষে বুধ গ্রহটিকে দেখা যাবে। ২৮ ফেব্রুয়ারি তারিখে এটি প্যারেডে যোগ দেবে!