🧸 জলাধারের বস্তায় দেখা যাচ্ছে দেহ ভাসছে। তাও আবার দুটি দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে। পুলিশ দেহ দুটি উদ্ধার করতেই কপালে ভাঁজ পড়ে অনেকের। কারণ এর মধ্যে একটি দেহ মহিলার। আর একটি পোষ্যের দেহ। বীরভূমের ব্রাহ্মণী নদীর উপর দেউচা জলাধারের এই দুটি দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে অন্য কোথাও খুন করা হয়েছে। আর এখানে এসে ফেলা হয়েছে। তাই ওই মহিলার পরিচয় পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে। তবে পুলিশ তদন্ত জারি রেখেছে।
🧸এদিকে কে বা কারা ওই মহিলাকে খুন করল, মহিলা আদৌ এলাকার বাসিন্দা কিনা এই সব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। একটি প্লাস্টিকের বস্তা দেউচা ব্রিজের নীচে জলাধারে ঘুরপাক খেতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। রোজই স্থানীয় বাসিন্দারা এই দেউচা জলাধারে স্নান করতে আসেন। আজও স্নান করতে এসে তাঁরা দেখেন একটা বস্তা জলাধারের এক কোণে ঘুরপাক খাচ্ছে। সন্দেহ হওয়ায় তাঁরাই খবর দেয় থানায়। পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে মুখ খুলতেই দেখা যায়, তাতে এক মহিলার দেহ রয়েছে। তারপর মেলে একটি পোষ্যের দেহ। সুতরাং এটা খুন বলেই মনে করা হচ্ছে পুলিশের তরফে।
আরও পড়ুন: চম্পাহাটিতে চার হাজার ভূতুড়ে ভোটার, কেন্দ্র–নির্বাচন কমিশন আঁতাত অভিযোগ কুণালের
অন্যদিকে শুক্রবার দিন মহম্মদবাজারের ম্যানেজার পাড়ায় এক বাড়ি থেকে মহিলা এবং তাঁর দুই সন্তানের দেহ উদ্ধার হয়। যা ১২ ঘণ্টার মধ্যে কিনারা করে ফেলে পুলিশ। পরকীয়ার জেরেই ওই খুন বলে পুলিশ সূত্রে খবর। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার হল। তাও আবার দেউচা জলাধারে।🍸 ওই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই মহিলাকে খুন করার আগে ধর্ষণ করা হয়েছিল কিনা সেটা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে অন্যান্য জেলার থানাতেও খোঁজখবর শুরু করা হয়েছে।
এছাড়া মানোয়ার শেখ স্থানীয় বাসিন্দা জানান, দেউচা সেতুর কাছে একটা বস্তা আটকে ছিল। তখন অনেকে স্নান করছিলেন। সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। তারা বস্তার ভিতর এক মহিলার মৃতদেহ বের করেন। মনে হচ্ছে বাইরের কোনও মহিলার দেহ। ঝাড়খণ্ড থেকে ভেসে আসতে পারে দেহটি বলেও অনুমান করা হচ্ছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনা নিয়ে বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘দেউচা পাঁচামির জেরে এই খুন। যাঁরা জমি দিতে অস্বীকার করছেন তাঁদের খুন করা হচ্ছে।’ পাল্টা তৃণমূল কংগ্রেসের জেলা সহ–সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন,🙈 ‘দেউচা পাঁচামিতে সকলে জমি দিচ্ছেন। সহমতের মাধ্যমেই দিচ্ছেন। বিজেপি অযথা রাজনীতি করছে। এটা করা উচিত নয়।’