কুম্ভে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন বাংলার ৬জন। ঝাড়খণ্ডের রাস্তায় গাড়ি দুর্ঘটনায় মারা💞 গিয়েছেন তারা। প্রয়াগরাজে য🧔াচ্ছিলেন বাংলার একাধিক জন। শুক্রবার গভীর রাতে দেড়টা নাগাদ ধানবাদের জাতীয় সড়কে পূণ্যার্থী বোঝাই গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক সহ মোট ৪জনের। আহত হয়েছিলেন ৫জন। এরপর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আরও দুজনের মৃত্যু হয়েছিল।
নিহতদের নাম প্রণব সাহা, স্ত্🔯রী শ্যামলী সাহা, শালি পিয়ালি সাহা, গাড়ির চালক শেখ রজন আলি, আরও দুই নাবালক নাবালিকার মৃত্যু হয়। শেখ রজন ও পিয়ালি সাহা হুগলির বাসিন্দা। বাকিরা পশ্চিম মেদিনীপুরের গড়বেতাল বাসিন্দা। পশ্চিম মেদিনীপুর হয়ে হুগলির দিকে গিয়েছিল গাড়িটি। সেখানেই ওঠেন পিয়ালি। এরপর গাডিটি গিয়েছিল ঝাড়খণ্ডের দিকে।
এরপর জাতীয় সড়কে লরির সঙ্গে ধাক্কা। দুমড়ে, মুচড়ে যায় গা꧟ড়িটি। পেছন থেকে অপর একটি গাড𝐆়ি এসে ধাক্কা দেয়।
দুর্ঘটনা প্রসঙ্গে🐻 বাংলার মুখ্য়মন্ত্রী এক্স হ্যান্ডেলে লিখেছেন, মহাকুম্ভে যাওয়ার পথে ঝাড়খণ্ডে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমাদের রাজ্যের ৬জনের। আমাদের প্রশাসনকে নির্দেশ দিয়েছি হতভাগ্য পরিবারকে সহায়তা করতে, দেহগুলি রাজ্যে ফিরিয়ে আনতে ও আহতদের প্রয়োজনীয় 🐻সহায়তা করতে।