কোভিড সেরে গিয়েছে, শরীর খানিকটা চাঙ্গাও হয়ে গিয়েছে, তবে শরীরের বিভিন্ন জয়েন্টে থেকে যাচ্ছে একটা ব্যথা, এমন সমস্যায় ভুগছেন বহু কোভিডজয়ী। খানিকদিন এমন ব্যথাকে অবহেলা করতেই তা আরও বেড়ে যাচ্ছে। যা পরবর্তীতে একটা ভয়াবহ রূপ নিতে শুরু করছে। উল্লেখ্য, 🐻কোভিড সেরে যেতেই বহু রোগীর দেহে এমন সমস্যার সৃষ্টি হয়েছে। এটিকে 'লং কোভিড' বা কোভিড পরবর্๊তী সময়ের অসুস্থতা হিসাবে দেখা হচ্ছে।
কতটা ভয়ানক কোভিড পরবর্তী রোগগুলি?
চিকিৎসকরা বলছেন, কোভিড সেরে উঠলেও শরীরের যত্নে এতটুকু ফাঁক রাখা যাবে না। বেশ কিছু রিপোর্টে উঠে আসছে, কোভিড শরীরে বাসা বেঁধে বহু অঙ্গকে বিকল করে দিতে শুরু করছে। যার সংকেত দিচ্ছে এই ধরনের ব্যথাগুলি। বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে কোভিডজয়ীরা কোভিড থেকে সেরে উঠতেই কাঁধ, পিঠ, ঘাড়, হাঁটুর ব্যথায় কাবু হয়ে যাচ্ছেন। বিশেষত জয়েন্টের ব্যথা অনেকদিন থেকে যাচ্ছে। এইভাবে গ্যাস সিলিন্ডার বুক করে পেয়ে যা🦋ন 'ক্যাশব্যাক'! বিশেষ অফারটি জেনে নিন
জয়েন্টে ব্যথা
কোভিডের অন্যতম উপসর্গ হল জয়েন্টের ব্যথা। অনেকেই এই উপসর্গ কাটিয়ে শারীরিক অসুস্থতা সারিয়ে নিতে কম সময় নিচ্ছেন, আবার অনেকেই এই ব্যথা থেকে কিছুতেই রেহাই পাচ্ছেন পাচ্ছেন না। যাঁদের ব্যথা সহজে যাচ্ছে না, তাঁদের মধ꧙্যে 'লং কোভিড' দেখা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এরফলে যন্ত্রণা খুবই গভীরে যাচ্ছে আর জয়েন্টে একটা কঠোরভাব আসছে। এমনকি পেশী দুর্বল হয়ে যাচ্ছে।