১। হোটেল থেকে খাবার খেয়ে এক লোক বেরিয়ে যাচ্ছে। আর এক লোক তখন ম্যানেজারকে ❀একটা বিশ টাকার নোট দিয়ে বিল মিটাচ্ছিল। নোটটার কোনায় একটা লাল দাগ আছে এটা প্রথম লোকটি লক্ষ করল। তারপর মৌরি চিবাতে-চিবাতে সে বেরিয়ে যাবার উপক্রম করল।
ম্যানেজার ডেকে বলল, এই যে দাদা, বিল দিয়ে যান।
লোকটি: বিল তো দিয়েছি। দেখুন ড্রয়ারে লাল দাগওয়ালা একটা কুড়ি টাকার নোট আছে। ম্যানেজার ড্রয়ার খুলে দেখল সত্যি তাই✱ ড্রয়ারে লাল দাগওয়ালা একটা কুড়ি টাকার নোট। ভাবল হয়তো তার ভুল হয়েছে।
তখন বর্ষাকাল। কাউন্টারের প𒁃াশে ম্যানেজারের একটা ছাতা রাখা ছিল। লোকটি আরও খানিকটা মৌরি মুখে দিয়ে ছাতাটা হাতে নিয়ে ম্যানেজারের উদ্দেশ🙈্যে বলল, ‘এখন বলুন যে এই ছাতাটাও আপনার।’
(আরও পড়ুন: বৃষ্টি নেমে গরম কমেছে, এবার হাসির প🦋ালা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
২। মে༒য়ের আঁকা ছবিগুলো দেখিয়ে গর্বিত পিতা তাঁর বন্ধুকে বললেন, ‘জানো আ🍸মার মেয়ে প্যারিস থেকে এ-সব ছবি আঁকা শিখে এসেছে।’
বন্ধু: তাই বলো, ওই সুর্যাস্তের ছবিটা দ🙈েখে আমিও অবাক হয়েছিলাম। ও রকম সুর্যাস্ত তো আমাদের দেশে কখনও হয় না।
(আরও পড়ুন: সপ𒀰্তাহ শেষ হতেই চলল, এবার একটু আনন্দ করুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। রঞ্জু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগ🐓ল নিয়ে বাড়ি ফিরল।
এটা দেখে রঞ্জুর স্🐻ত্রী বলল, ‘ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?’
রঞ্জু রেগে বলল, ‘বদমাশ বলছ কেন, 🅷দেখছ না এটা ছাগল!’
‘আমি তো ছꦦাগলকেই জিজ্ঞেস করেছি।’—রঞ্💜জুর স্ত্রীর জবাব।
(আরও পড়ুন: রবিবার সন্ধ্যা মজায় কাটুক, পড়ে নিন দিনের সেরা𒅌 ৫ জোকস, হেসে নিন প্রাণভরে)
♚৪। শ্যামল বাবু বড়ই কৃ𝄹পণ। একবার তিনি গিয়েছেন কলা কিনতে।
শ্যামল বাবু: কি দাদা, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
শ্যামল বাবু: দুই টাকায় দেবেন কি না বলুন?
বিক্রেতা: বলেন কি! কলার খোসার দামই তো দুই টাকা।
শ🌜্যা൲মল বাবু: এই নাও এক টাকা। খোসা রেখে আমাকে কলা দাও!
(আরও পড়ুন: মাসের প্রথম দিন, আজ মনখুলে হাসলে বাকি মাস ভালো যাবে, পড়ুন দিনের সেরা ৫ 🍷জোকস)
৫। এক নতুন শিল্পী বলল, আমার আঁকা অন্তত একটি ছবি অসহায়দের দান করা উচিত।🥃꧅ তাই না ?
শুন🅰ে তা✨র বন্ধু বলল, ঠিকই বলেছিস। দৃষ্টিহীনদের প্রতিষ্ঠানে দান করে দে ।