মাত্র এক সপ্তাহ। আর তাতেই এক লপ্তে অনেক খানি বয়স কমে যেতে পারে। এমন আজব কথা শুনলে কারও পক্ষেই বি💦শ্বাস করা সম্ভব নয়। কিন্তু ঠিক এটিই নাকি ঘটিয়ে ফেলেছেন কয়েক জন বিজ্ঞানী। তাঁরা এবার বয়সের চাকা উলটো দিকে ঘুরিয়ে দিতে পারবেন। বিষয়টি ঠিক কী?
🌱হালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েক জন বিজ্ঞানী দাবি করেছেন, তাঁরা এমন এক রাসায়নিক ককটেল তৈরি করতে পেরেছেন, যা বয়সের চাকা উলটো দিকে ঘুরিয়ে দেয়। একটি বি♈শেষ ট্যাবলেটের সঙ্গে মিশিয়ে এটি খেয়ে নিলেই কেল্লাফতে। হু হু করে বয়স কমে যাবে।
(আরও পড়ুন: 🎃সমু্দ্রে কী ভেসে এল ওটা! চন্দ্রযানের টুকরো, নাকি কোনও জৈবঅস্ত্র? অস্ট্রেꦯলিয়ার সৈকতে আতঙ্ক)
ইতিমধ্যেই ইঁদুরের উপর এই পরীক্ষা করে তাঁরা সাফল্য পেয়েছেন বলেও জানিয়েছেন। মানুষের ত্বকের উপরেও পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে, বয়সের ছাপ কমছে। এমনই দাবি করেছেন পরীক্ষক বিজ্ঞানীরা। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের🦩 বায়োলজিস্ট চিকিৎসক ডেভিড সিনক্লেয়ার এই পরীক্ষার অন্যতম হোতা। তিনি দাবি করেছেন, তাঁরা যে 🍃রাসায়নিক ককটেল তৈরি করেছেন, সেটি দারুণ ভাবে কাজ করছে। এবং আগামী দিনে এটি মানুষের কাজে লাগতে পারে। এটি মানুষ-সহ বহু প্রাণীরই বয়স কমিয়ে দিতে পারে বলে দাবি করেছেন তিনি।