২০২৪ সালে ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবে ভারত বর্ষ। ১৯৪৭ স🐽ালে এই দিনে ব্রিটিশ উপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছিল ভারত বরꦇ্ষ। দীর্ঘ ২০০ বছরের পরিশ্রম এবং কষ্টের ফলস্বরূপ শেষ হাসি হেসেছিল ভারতবাসী।
১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু দিল্লির লালকেল্লা থেকে তাঁর বিখ্যাত ‘tryst with𒊎 destiny’ ভাষণ দিয়েছিলেন। তারপর থেকে প্রতিবছর এই দিনটি ভারতের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে পালন করা হয়।
সারা ভারত বর্ষ জুড়ে স্বাধীনতা দিবস পালন করা হলেও মূল অন🐬ুষ্ঠানটি হয় দিল্লির লালকেল্লায়। দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উ꧙ত্তোলনের পাশাপাশি হয় সামরিক প্রদর্শন, কুচকাওয়াজ। এই দিন বিভিন্ন সরকারি ভবন, স্কুল এবং কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পাড়ায় পাড়ায় হয় স্বাধীনতা দিবস উদযাপন। এই দিন আরও একবার ফিরে দেখা হয় পুরনো দিনের ইতিহাস।
(আরও পড়ুন: নিজ💟ের ক্ষতি করেও অন্যকে 𓆏খুশি করতে চান আপনি? জানেন কেন করেন এই কাজ)
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি বন্ধুদের কার্ড বা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারেন। যে সমস্ত বন্ধু বিদ𒊎েশে কর্মরত বা পাঠরত, তাদের শুভেচ্ছা বার্তা পাঠানোর মাধ্যমে এই দিনটি উদযাপন করতে পারেন আপনি। আজ এই প্রতিবেদনে দেখুন স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কিছু শুভেচ্ছা বার্তা।
১) এই বিশেষ দিনে সেই সমস্ত স্বাওধীনতা সংগ্রামীদের স্মরণ করা উচিত যারা নিজেদের রক্ত দিয়ে এনেছিলেন স্বাধীনতা।
২) যে সমস্ত শহীদদের জন্য আমরা স্বাধীন, তꦬাদের সম্মান জানানোর জন্য এই বিশেষ দিনটি। স্বাধীনতা ꧃দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
৩) স্বাধীন ভারতে যেন সকলে সুখ শান্তিতে থাকতে পারে সেই কামনাই করি, স্বাধীনতা দিব🌊সের অনেক অনেক শুভেচ্ছা।
৪) স্বাধীনতার রঙ আপনার জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে ত♔ুলুক।
(আরও পড়ুন: আ🌜লিয়া, খুশির পဣর এবার অনন্যা! হিপ থ্রাস্ট করতে করতে তুললেন ১২০ কেজি)
৫) ভারতে শান্তিতে বাস করুক সকলে মিলে, এই কামনার মাধ্যমে আপনাকে♈ জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
৬) আজ আমরা মুক্ত, সকলে মিলে পালন করুন ৭৮তম স্বাধীনতা দিবস।
তবে শুধুমাত্র শুভেচ্ছা বার্তা নয়,ꦅ আপনি বিভিন্ন কার্ডের মাধ্যমেও নিজের শুভেচ্ছা বার্তা জানাতে পারেন বন্ধুদের। নিজের হাতে সুন্দর ক♓রে কার্ড বানিয়ে বন্ধুদের পাঠাতে পারেন স্বাধীনতা দিবসের দিন।