লেখিকা সুধা মূর্তি, তাঁর প্রতিটি যুক্তিসঙ্গত কথা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাঁর জ্ঞান, জনহিতৈষী মনোভাব আরও এক উচ্চতায় পৌঁছেছে এবার। রাজ্যসভার সাংসদ হয়েছেন মূর্তি। ৭৪ বছর বয়সে দাঁড়িয়ে, তাঁর এই নতুন কেরিয়ারের গল্প, মহিলাদের জন্য অনুপ্রেরণ𒉰াই। তাই মায়ের গর্বে গর্বিত হয়েছেন ছেলে রোহন মূর্তি, লিঙ্কডইনে পোস্ট করে প্রাণ ঢেলে প্রশংসা করেছেন মায়ের।
পোস্টে কী লিখেছেন রোহান মূর্তি
পোস্টে মায়ের গর্বিত ছেলে, মায়ের প্রশংসা করেছেন। তাঁর মা নিজের জীবনে যে বহুমুখী ভূমিকা নিয়েছেন তা এদিন তুলে ধর💟েছেন সোরোকো প্রতিষ্ঠাতা রোহান। রোহান লিখেছেন, মিসেস মূর্তি দিল্লি (সংসদ)𒈔 যাচ্ছেন। আমার মা, সুধা মূর্তি, একজন অধ্যাপক (কম্পিউটার বিজ্ঞানের), লেখক, সমাজসেবী হওয়ার পাশাপাশি একজন আদর্শ স্ত্রী। গতকাল, ৭৪ বছর বয়সে দাঁড়িয়ে, সবেমাত্র একটি নতুন কর্মজীবন শুরু করেছেন, ভারতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য হিসাবে। তাই, মাকে তাঁর নতুন কর্মজীবনের শুভেচ্ছা জানাতে, রোহান তাঁর পোস্টে, মায়ের একটি ছবিও শেয়ার করেছেন। রোহন মূর্তির লিঙ্কডইন পোস্টটি ১১,০০০ লাইক সংগ্রহ করেছে।
আরও পড়ুন: (New Species Discovery: এক বছরে ৬৪১টি নতুন প্রাণীর সন্ধান ভারত𝕴ে, দেশের মধ্যে দ্বিতীয় ✅স্থানেই পশ্চিমবঙ্গ)
সুধা মূর্তির অন্যতম ট্র্যাক রেকর্ড
১৪ মার্চ, সুধা মূর্তি, তাঁর স্বামী ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন♋ আর নারায়ণ মূর্তির উপস্থিতিতে রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিয়েছিলেন। শপথবাক্য পাঠ করিয়েছিলেন চেয়ারম্যান জগদীপ ধনকর। আন্তর্জাতিক নারী দিবসে সুধা মূর্তি সংসদের উচ্চকক্ষে মনোনীত হয়েছিলেন। তিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ সহ বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন। উল্লেখ্য, সুধা মূর্তি, মাত্র কয়েকদিন আগে, একটি সোশ্যাল মিডিয়া পোস্টে সেই সময়ের কথা স্মরণ করেছিলেন, যখন তি🐓নি প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের কাছ থেকে একটি কল পেয়েছিলেন। এদিন কালাম একটি শীর্ষস্থানীয় সংবাদ পত্রে প্রকাশিত, সুধা মূর্তির লেখা একটি কলামের প্রশংসা করার জন্য তাঁকে ডেকেছিলেন।