এত বড় কেন এই মিষ্টিটা, গোলাপ জাম হাতে নিয়ে এমনই প্রশ্ন করেছিলেন🙈 প্রথমে। মিষ্টির আকৃতি ও রং দেখে, এর স্বাদ সম্পর্কে সন্দেহও হয়ত জেগেছিল মনে।♕ কিন্তু একবার স্বাদ পেতেই, মন হারালেন মহিলা। ভারতের মিষ্টি এখন সর্বত্র বিখ্যাত। বিদেশ থেকে বেড়াতে এসে অনেকেই এই মিষ্টির প্রশংসা করতে ভোলেন না। কোরিয়ান এই কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রেও হয়েছে তাই। ভিডিয়ো জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে তাঁর মজাদার প্রতিক্রিয়াও।
আসলে, আজকাল, বিদেশী কনটেন্ট ক্রিয়েটরদের ভারতীয় খাবার খেয়ে দেখা এবং খাওয়ার সময় সেই স্বাদ গ্রহণের প্রতিক্রিয়া রেকর্ড করা একটি ভাইরাল প্রবণতা ট্রেন্ড হয়ে উঠেছে। এই প্রতিক্রিয়া ভিডিয়ো সবসময়ই আকর্ষণীয়। কারণ এই ভিডিয়োগুলো দেখেই আমরা জানত𝔍ে পারি অন্যান্য বাসিন্দারা লোকেরা আমাদের খাবার সম্পর্কে কী ভাবেন। এমনই একটি সাম্প্রতিক ভিডিয়োতে, দক্ষিণ কোরিয়ার একজন মহিলা কন্টেন্ট ক্রিয়েটরকে মজা করে গোলাপ জাম খেতে দেখা গিয়েছে। যে কোনও উৎসব, বিয়ের অনুষ্ঠান এবং অন্যান্য উদযাপনে বিখ্যাত এই মিষ্টিটি খেয়ে কেমন লাগল কোরিয়ান মহিলার। সেই ভিডিয়োতিনি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন কেলি কোরেয়া। জানা গিয়েছে, বর্তমানে মহারাষ্ট্রের পুনেতে থাকেন তিনি।
আরও পড়ুন: (Tulsi Water Benefits: ৫টি উপকারিতা জানার পর, আপনিও সকালে তুলসীর জল পান করবেন, আশ্চর্যজন༺ক ফল পাবেন)
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
ভিডিয়োতে, কেলিকে গোলাপ জামের একটি বাটি ধরে থাকতে দেখা যায় এবং মিষ্টির আকার সম্পর্কে বেশ কৌতূহলী বলে মনে হয় তাঁকে। এমন সময় কেল🃏ি বলেন যে এটা কীভাবে খেতে হয়, তা তিনি জানেন না, তখন সেখানে উপস্থিত কিছু লোক তাঁকে এটি খাওয়াও শিখিয়ে দেয়। তারপর কেলি মিষ্টিটির একটি ছোট টুকরো খেয়ে দেখে। তিনি বলেন, এটি উষ্ণ, নরম এবং ক্রিমি। তারপরেই আরও এಌক কামড় খেয়ে কেলির দাবি, বাহ! আমার এটা খুব ভালো লেগেছে। এটা একটা ভারতীয় মিষ্টি? আমি এটা খেতে ভালোবাসি।
ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে
কোরিয়ান এই কন্টেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশন ছিল, আমি গ♋োলাপ জাম খেতে ভালোবাসি।
আরও পড়ুন: (Raisin Making at Home: বাজারের মতো কিশমিশ বাড়ি♍তেও তৈরি করা যায়, নিয়মটি জেনে নিন)
নেটিজেনরা কী বলছেন
বলা বাহুল্য, ভারতীয়রাও এই কোরিয়ান মহিলাকে সু💎স্বাদু ভারতীয় মিষ্টি উপভোগ করতে দেখে বেশ খুশি হয়েছেন। মিষ্টিটি খেয়ে তাঁর সরল অথচ আনন্দদায়ক প্রতিক্রিয়া অনেকেই মন জয় করে নিয়েছে। এ প্রসঙ্গে একজন ব্যবহারকারী লিখেছেন, কেলি খুবই সরল এবং সাহসী। তিনি দেখতেও বেশ কিউট। আবার একজনের কথায়, তোমায় দেখে আমি নিজের অজান্তেই হেসে ফেলেছি। তৃতীয়জন বলেছেন, গোলাপ জামের মতো তুমিও খুব মিষ্টি।