অনেক কু💫কুর আছে। অনেক বানর আছে। অনেক শূকর আছে. কুকুরটা পাগল হয়ে গিয়েছে, ধরা দরকার। বিড়াল ম💯ারা গিয়েছে। জমাদার কাজ করে না।' অদ্ভুত ভাবে কথ্য ভাষায় অভিযোগের বিকল্প দিয়েছে পুরসভা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে তারই মজাদার ভিডিয়ো।
প্রা🐟চীন সমস্যার আধুনিক সমাধান। পৌর এলাকার বাসিন্দাদের, কোনও বিষয়ে কোনও অভিযোগ থাকলে, সাধারণত কর্পোরেশনের ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানিয়ে থাক𒁏েন সকলেই। কোন বিষয়ে বাসিন্দার অভিযোগ থাকতে পারে, সে বিষয়ে অনুমান করে বেশ কিছু অভিযোগের অপশানও অন্তর্ভুক্ত করা হয় ওয়েবসাইটে। আর এই অপশান বা বিকল্পগুলো সাধারণত ইংরেজিতে লেখা থাকে। কিন্তু জয়পুর পুরসভা ঠিক তার উল্টোটা করেছে। যা পড়ে, হাসি থামছে না নেটিজেনদের।
আরও পড়ুন: (Skydiving in꧑ India:প্যারাশুটে চেপꦰে ঝাঁপ পর্যটনমন্ত্রীর, স্কাইডাইভিংয়ের নতুন অভিজ্ঞতা, আপনি নেবেন?)
ব্যাপারটা আসলে কী ঘটেছে
জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটে, 🎐পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পশুপাখি, ইত্যাদি সম্পর্কে অভিযোগ করার জন্য বেশিরভাগ বিকল্পগুলি হিংলিশ ভাষায় দেওয়া হয়েছে। তার মানে হল হিন্দি বাক্য ইংরেজিতে লেখা রয়েছে। যেমন- আবর্জনা অপসারণ করতে হবে। জমাদার কাজ করে না। রাস্তায় নোংরা জল বয়ে চলেছে। নোংরা রাস্তা পরিষ্কার করা দরকার। কুকুরটা মরে গিয়েছে। বানরটা মারা গিয়েছে। বিড়াল মারা গিয়েছে। খালি প্লটে আবর্জনা পড়ে রয়েছে🌳, এইভাবে লেখা রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় মানুষ এমন মন্তব্য করছেন
জয়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট দেখে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন মানুষ। কেউ কেউ সহজ হিন্দি বাক্য ব্যবহার করার জন্য প্রশংসা করছেন। একজন লিখেছেন, আমি বুঝতে পারছি না এখানে সমস্যাটা কী হয়েছে। কারণ এটাই সাধারণ কথ্য ভাষা। এটি সেই ভাষা যা আপনার প্রতিবেশী এবং আমার প্রতিবেশী কথা বলে থাকেন। সাধারণ নাগরিকদের মধ্যে কেউ যদি একটি অভিযোগ দায়ের করতে চান, এটি তাঁদের জন্য সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। একই সঙ্গে কেউ কেউ এটা নিয়ে মজাও করছেন। 'প্রাচীন সমস্যার আধুনিক সমাধান,' একজন ব্যবহারকারী এক্স এ এমনটাই লিখেছেন। কমল কুমার লিখেছেন, 'এমন ব্যবহারকারী-বান্ধব ওয়েবসাইট আমি কখনও দেখিনি। এতে সাধারণ মানুষের ভাষা ব্যবহার করা হয়েছে।' অন্য একজন ব্যবহারকারী হাস্যোজ্জ্বল ইমোজি 𝕴দিয়ে লিখেছেন, 'মশার বিকল্প নেই।' একই সঙ্গে অর্পিত নামের এক ব্যবহারকারী লিখেছেন, 'সোজা কথা নয়, বাজে কথা নয়।