বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video: হাত ঘুরিয়ে ‘জাদু’ করলেই ব্যাঙ্ক থেকে গায়েব টাকা! Viral এই চিনা ‘কায়দা’
Viral Video:প্রযুক্তির নিরিখে জাপানের এগিয়ে থাকার কথা প্রায়ই শোনা যায়। কিন্তু কোনও অংশে পিছিয়ে নেই চিনও। সম্প্রতি চিনের তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। 🥃এক পাকিস্তানি ইউটিউবার সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন চিনে। সেখানে পৌঁছানোর পর বিভিন্ন দোকানপাট ঘুরে দেখার অভিজ্ঞতা নানা রিল করে শেয়ার করে নেন সকলের সঙ্গে। তেমনই একটি ভিডিয়োতে দেখা গিয়েছে,পাম পেমেন্ট টেকনোলজি (𒐪Palm Payment Technology)। এটি একটি উন্নতমানের প্রযুক্তি যার সাহায্যে খুব সহজে অনলাইন পেমেন্ট করে ফেলা সম্ভব। সেই প্রক্রিয়াটি কীভাবে কাজ করে, তাও ভিডিয়োতে দেখিয়েছেন ওই ইউটিউবার।
পাম পেমেন্ট টেকনোলজি আদতে কী?
পাম শജব্দের অর্থ হাতের তালু। হাতের তালুর সাহায্যে পেমেন্ট করাকে পাম পেমেন্ট টেকনোলজি বꦫলা হচ্ছে। কোনও দোকানে আগে থেকে আপনার হাতের তালুর ছাপ দেওয়া থাকলে সেখানে এই পদ্ধতিতে পেমেন্ট করা সম্ভব। পদ্ধতি খুব সহজ। প্রথমে সেখানে গিয়ে পছন্দের জিনিসটি কিনে নিন। এবার বিলিং কাউন্টারে যান। সেখানে আপনাকে একটি মেশিন দেওয়া হবে। ওই মেশিনের গোল মতো অংশের কাছে হাতের তালুটি ধরতে হবে। তালু চিনে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা কেটে নেবে মেশিনটি। পেমেন্ট সফল হলে আপনি জিনিসটি নিয়ে বেরিয়ে আসতে পারবেন।আরও পড়ুন - Trump In McDonald🍌s : ম্যাকডোনাল্ডের ওয়েটা🌄র ‘সাজলেন’ ডোনাল্ড ট্রাম্প! কটাক্ষের বন্যা নেটপাড়ায়