ঘুরতে যাওয়া মানেই একরাশ খুশি, নতুন উদ্যম নিয়ে কাজে ফেরা। এতে মানসিক শান্তি পাওয়া যায় ভীষণ রকম। ঘুরতে যাওয়ার আগে মন থেকে সমস্ত ভয় বাদ দিয়ে নিশ্চিন্তে ঘুরতে যাওয়া উচিত। তবে পরিবার, বন্ধুদের সঙ্গে দল বেঁধে ঘুরতে যাওয়া এক রকম, আর একা ঘুরতে যাওয়ার মজা সম্পূর্ণ আলাদা। একটা আলাদা উত্তেজনা থাকে। নিজেকে অনেকটা বেশি সময় দেওয়া যায়। চেনা যায়। নিজের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা মাধ্যমও বটে। তাই আশপাশের মানুষজন যত যাই বলুক, একবার সাহস করে একা ঘুরতে বেরিয়ಌেই পড়ুন।
তবে হ্যাঁ, একা ঘুরতে যাওয়া মানেই কিন্তু অতিরিক্ত সচেতনতা অবলম্বন করা, সাবধান এবং সতর্ক থাকা। দল বেঁধে গেলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায় ঠিকই, কারণ বিপদ আপদ হলে সঙ্গীরা বাঁচিয়ে নেবে। একা ঘুরতে গেলে সেটা সম্ভব নয়। তাই যথেষ্ট পরিকল্পন⭕া এবং প্রস্তুতির প্রয়োজন এই ক্ষেত্রে। আর যাঁরা প্রথমবার একা বেড়াতে যাবেন তাঁদের তো অবশ্যই বেশ কিছু জিনিস মনে রাখা উচিত কিছু সাধারণ ভুল এড়ানোর জন্য। সেগুলো কী কী আসুন দেখে নেওয়া যাক।
১. নির্দিষ্ট ট্রিপ প্ল্যান বানাবেন: একা ঘুরতে যাওয়া মানেই বেশি করে এক্সপ্লোর করার সুযোগ। তাই নির্দিষ্ট প্ল্যান বানাবেন। কিন্তু একই সঙ্গে চটজলদি সিদ্ধান্ত নিন যে কোন ক্ষেত্রে কী করণীয়। কোনও বিপদে পড়লে কী করে সেটা কাটিয়ে উঠবেন সেটাও আপনাকেই ভাবতে হবে। অনেক সময়ই দেখবেন পথে চলতে গিয়ে 🦹কিছু প্ল্য༒ান চেঞ্জ হচ্ছে তখন অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন।
২. যথেষ্ট পরিমাণ টাকা সঙ্গে রাখবেন: যতই ভালো করে প্ল্যান বানান যাই করুন দেখবেন যতটা খরচ হবে ভেবেছিলেন তার থেকে বেশি খরচ হচ্ছে। তাই টাকার💃 ঘাটতি যাতে না হয় সঙ্গে এমারজেন্সি ফান্ড রাখুন। এমনই টাকা ফুরিয়ে গেলে তবেই সেখান থেকে টাকা নেবেন।
৩. সতর্ক থাকুন: পথেঘাটে কাউকে বেশি বিশ্বাস করবেন না। কারও সঙ্গে বেশি বন্ধুত্ব করবওেন না। এর ফলে আপনি কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। অন্যদিকে বেশি সন্দেহবাতিক হবেন না। স্বাভাবিক থাক💞ুন। তবে সতর্ক থাকুন।
৪. বড় ট্রিপ প্রথমেই নয়: প্রথম সোলো ট্রিপে কখনও খুব বেশি দূরে যাবেন না, বা বড় ট্রিপ প্ল্যান করবেন না। কাছাকাছি কো🔴থাও থেকে সোলো ট্রিপ শুরু করুন এবং ৩-৪ দিনের প্ল্যান দিয়েই নিজের সোলো ট্রিপ শুরু করুন। ক্রমে এতে অভ্যস্থ হয়ে উঠলে বড় ট্রিপ প্ল্যান করবেন। কারণ শুরুর দিকেই মানুষ বেশি ভু🔯ল করেন অভ্যাস এবং কনফিডেন্স না থাকার কারণে।
৫. আত্মরক্ষার জন্য সর্বদা তৈরি থাকুন: বাড়িꦇর কারও বা কোনও বন্ধুর নম্বর হাতের কাছে রাখুন, একই সঙ্গে মুখস্থ রাখুন, যাতে বিপদে পড়লেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ⛄গোলমরিচের গুঁড়ো, ছুরি, ইত্যাদি সবসময় সঙ্গে রাখুন, বিপদ বুঝলেই ব্যবহার করবেন।