ফেসবুক💧ে আগেই এসে গিয়েছিল। এবার আসতে চলেছে হোয়াটসঅ্যাপেও। জুকেরবার্গের ফেসবুকে নিজের অবতার নিজের পছন্দমতো বেছে নেওয়ার মজার ফিচার রয়েছে। বেশ কিছুদিন আগেই এই নতুন বৈশিষ্ট্য নিয়ে এসেছিল বিশ্বের অন্য🎉তম প্রধান সোশ্যাল মিডিয়া অ্যাপ। এবার হোয়াটসঅ্যাপেও সেই একই অবতারের দেখা পাবেন ব্যবহারকারীরা।
প্রসঙ্গত, ফেসবুকের সেটিংসে থাকত নির্দিষ্𓆉ট প্রোফাইলটির আদলে বানানো বেশ কয়েকটি কার্টুন। তাছাড়া নিজের পছন্দের ছবি আপলোড করলে ফেসবুকও জুতসই অবতার বানিয়ে দিত। অনেকে নিজের ছবির বদলে সেটিই প্রোফাইল ছবি হসেবে রাখতেন। অনেকে আবার ফেসবুকের তৈরি করা অবতার নিয়ে মজার ছলেই মিম বানাতেন। ফেসবুকের করে দেওয়া চুল ও পোশাকের নতুন কায়দা দেখে কেꩲউ কেউ বেশ খুশি হন। কেউ আবার পছন্দ না হলে কপট রাগ করে ফেসবুককে সবার সামনে দুটো কথাও শুনিয়ে দেন। এবার অবতার নিয়ে এমন মজার খেলার সুযোগ থাকবে হোয়াটসঅ্যাপেও। মেটার তরফ থেকে জানানো হয়, ফেসবুকের এই মজার অবতার এবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন।
গত মঙ্গলবার মার্ক জুকেরবার্গ জানান, সেদিন থেকেই অবতার অবতীর্ণ হচ্ছে হোয়াটসঅ্যাপে। ফলে হোয়াট🌳সঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের মজার মজার রূপে দেখার সুযোগ পাবেন। মেসেজিং-এর অ্যাপে নিজের অবতার বানানো যাবে। পাশাপাশি বন্ধুদের চ্যাটে এই অবতার দিয়েই রিপ্লাই দেওয়া যাবে। একরকম নয়, অবতারের বিশেষ স্টিকার প্যাক দিয়ে নানা রকম মজার মজার রিপ্লাই পাঠানো সম্ভব। যেমন ধরা যাক, কোনও কারণে আপনি মজার ছলে কান্নার ভঙ্গি করতে চান। এর জন্য আপনার অবতারই যথেষ্ট। বিশেষ কায়দায় কান্নার ইঙ্গিত টাইপ করলেই দেখা যাবে, আপনার অবতারই ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ভাসাচ্ছে। একইভাবে হা হা করে হেসে ওঠার কাজটাও অবতারই করবে। ইমোজি ব্যবহার করে যা যা বোঝানো যেত, তার অনেক কিছুই অবতারের মাধ্যমে সম্ভব হবে। তাই মেটার দাবি, আরও মজার হয়ে উঠবে এই অবতার আবির্ভাব।
প্রসঙ্গত, ২০১৪ সালে মার্ক জুকেরবার্গ বিখ্যাত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কিনে নেয়। তারপর থেকেই এꩵকদিকে ফেসবুক, অন্যদিকে হোয়াটসঅ্যাপ সমান তাল🌳ে এগিয়ে চলেছে। দুটো অ্যাপের বেশ কিছু যোগাযোগ রয়েছে। বর্তমানে মেটার অধীনেই রয়েছে বিখ্যাত অ্যাপ দুটি।