🐻 ভারতের শিক্ষানীতির উন্নতির জন্য যিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আজীবন শিক্ষকতা করে গেছেন তিনি, তাই তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই প্রতিবছর ৫ সেপ্টেম্বর পালন করা হয় শিক্ষক দিবস। এই দিনটি শুধু শিক্ষক দিবস হিসেবে নয়, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী হিসেবেও পালন করা হয়।
৫ সেপ্টেম্বর প্রত্যেক স্কুল-কলেজে মহাসমারোহে পালন করা হয় শিক্ষক দিবস। এই দিন নাচ,গান, নাটক সহ অন্যান্য কার্যকলাপের মাধ্যমে শিক্ষকদের ꦛশ্রদ্ধা জানায় ছাত্রছাত্রীরা। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই দিন বক্তৃতা রাখে ছাত্রছাত্রীরা। আপনিও যদি আগামী শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বক্তৃতা রাখতে চান, এখনও যদি আপনার ভাষণ রেডি না হয়ে থাকে, তাহলে এই প্রতিবেদন থেকে জেনে নিন কী বলবেন আগামী শিক্ষক দিবসে।
(আরও পড়ুন: 🅠খাবারে অজান্তেই খেয়ে ফেলছেন প্লাস্টিক! খাদ্য সুরক্ষা দিতে নতুন উদ্যোগ FSSAI-এর)
শিক্ষক দিবসের বক্তৃতা
গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু: গুরুরদেব মহেশ্বর:
ꦡশুভ সকাল, আজ শিক্ষক দিবস। আজ আমাদের প্রত্যেক গুরুকে সম্মান জানানোর দিন। আজ আমি বড্ড বেশি খুশি, কারণ এই শুভ দিনে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ পেয়েছি আমি। প্রথমেই জানাই সেই সমস্ত মানুষদের অশেষ ধন্যবাদ, যারা সারা জীবন আমাদের আগলে রেখেছেন।
প্রতিবছর এই বিশেষ দিনে শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ পাই আমরা। আমি বিশ্বাস করি, মা-বাবার পর গুরু হলেন সেই ব্যক্তি🦩, যিনি আমাদের সঠিক দিশা দেখান জীবনে চলার পথে। কীভাবে কখনও হেরে না গিয়ে জীবনে মাথা উঁচু করে বাঁচতে হয়, তা আমরা শিখি স্কুল এবং কলেজে শিক্ষক শিক্ষিকাদের থেকে।
(আরও পড়ুন: 💧জুলাই মাসেই গুজরাটে চাঁদিপুরা ভাইরাসে মৃত্যু ২৮ শিশুর, জানালেন স্বাস্থ্যমন্ত্রী)
🌠ছোটবেলায় খুব রাগ হত যখন তাঁরা আমাদের বকাবকি করতেন, কিন্তু এখন বুঝি সেই বকাবকির মূল্য কতটা। আমাদের তাঁরা কতটা ভালোবাসেন, কতটা আগলে রাখতে চান। আজ এই শুভক্ষণে আরও একবার আপনাদের সকলকে জানাই প্রণাম এবং ভালোবাসা। আপনারা আছেন বলেই আমরা সঠিক পথে অগ্রসর হতে পারি। অনেক অনেক ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস।