ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির লাগোয়া বাংলাদেশের বিস্তীর্ণ অংশে বাজ পড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশের উত্তর পূ্র্ব অঞ্চলে চার জেলায় এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলবী বাজারের বাসিন্দা। রবিবার সকাল﷽ থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় আচমকা বাজ পড়ায় মৃত্যুর ঘটনা ঘটে।
মেঘালয় ও অসম সংলগ্ন বাংলাদেশের সীমান্তের ওপারে এই পর পর মৃত্যু ঘটে। জানা গিয়েছে, মৃতদের মধ্যে বেশিরভাগজনই চাষি। ঘটনার সময় তাঁরা চাষের জমিতে কাজ 🔯করছিলেন বলে জানা যায়। জানা গিয়েছে, ধান কাটতে গিয়ে তিন উপজেলার ৬ কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরের দিকে ছাতক💖 উপজেলার মহিম মাঞা, বড়কাপন এলাকার আরশ আলি, চরম হাল্লা গ্রামের আবদুস সামাদের মৃত্যু হয়। তাঁরা জমিতে ধান কাটতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। তখন বাজ পড়ায় তাঁদের মৃত্যু হয়েছে। এছাড়াও লক্ষিপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে বাজ পড়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের। জানা গিয়েছে মৃতরা হলেন তারা মিঞা ও মিলন মিঞা।
( মন্দির পরিষ্কার করতে গিয়ে ভু𝓰লবশত মূর্তির🦄 আঙুল ভেঙে ফেলার অভিযোগ! মারধরে মৃত ১)
(এক 'তিলে' মরবে চুলের বহু সমস্যা! চ♐ুল ঝরা, খুশকি রুখতে এইভাবে ♏বানান বিশেষ তেল)