খাদ্য রসিক বাঙালির জন্য ইলিশ খাওয়ার কোনও মরশুম নেই। বছর ভরই♛ থালায় ইলিশ পেলে খুশি হন বাঙালি। এপার বাংলার কাছে আবার ওপার বাংলার ইলিশের কদর কয়েক গুণ বেশি। এহেন আবহে ইলিশ পাচারের ঘটনা নতুন নয়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরার সীমান্ত দিয়েও ইলিশ পাচার করা হয়। আর এরকমই এক পাচারের প্রচেষ্টা রুখে⭕ বড় সাফল্য পেল ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স।
জানা গিয়েছে ত্রিপুরায় সীমান্তে প্রা꧂য় ১৪০০ কেজি ইলিশ পাচার রুখে দেয় বিএসএফ। সিপাহীজলা জেলার আন্তর্জাতিক সীমান্তে গোকুলনগরে ১৩৭৫ কেজি ইলিশ মাছ বাজেয়াপ্ত করে বিএসএফ। আশাবাড়ি বর্ডার আউটপোস্টের কাছে এই বিপুল পরিমাণ ইলিশ ধরা পড়ে। ঘটনায় এক বাংলাদেশিকে আটক করাহ হয়েছে বলে জানা গিয়েছে। বাজেয়াপ্ত হওয়া ইলিশ মাছের দাম ভারতীয় মুদ্রায় ২ লক্ষ ১৭ হাজার টাকা।
জানা গিয়েছে বাজেয়াপ্ত মাছ কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছএ বিএসএফ। বিএসএফ-এ তরফে জানানো হয়, চটের বস্তার মধ্যে পিচবোর্ডের বাক্সতে লুকিয়ে মাছগুলি পাচার করার চেষ্টা করা হচ্ছিল। বাক্সের মধ্যে মাছগুলি পলিথিনে মোড়ানো ছিল। পিচবোর্ডের বাক্সগুলির গায়ে বিভিন্ন বিস্কুটের ব্র্যান্ডের নাম লেখা ছিল। এই বাক্সগুলির ভিতরেই বরফ দিয়ে প🍷্যাক করা ছিল মাছগুলি।