১৫ অগস্ট, স্বাধীনতা দিবস মানেই ছুটি। তবে এবার কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের মাথায় হাত। সরকারের তরফ থেকে সব আমন্ত্রিত আধিকারিক এবং কর্মীকে বাধ্যতমূলক ভাবে লালেল্লায় উপস্থিত থাকতে বলে নির্দেশিকা জারি করেছেন ক্যাবিনেট সচিব রাজীব গাউবা। এই মর্মে সরকারি আধিকারিকদের উদ্দেশে চিঠি পাঠানো হয়েছে। সেখানে কড়া ভাষায় বলা হয়েছে, আমন্ত্রিত যে সকল সরকারি কর্মীরা অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। (আরও পড়ুন: অ্যাকাউন্ট⭕ গড়ের মাঠ! গ্রাহকদের থেকে ৮৫০০ কোটি টাকা 'কেটেছে' সরকারি ব্যাঙ্কগুলি)
আরও পড়ুন: ITR 🌠ফাইলের ডেডলাইন বদলাচ্ছে? জানাল ✨আয়কর দফতর, একনজরে রিটার্ন জমার পূর্ণাঙ্গ গাইড
চিঠিতে সরকারি কর্মীদের উদ্দেশে লেখা হয়েছে, বিগত বছরগুলিতে দেখা গিয়েছে, আমন্ত্রিত হওয়া সত্ত্বেও অনেক সরকারি কর্মী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসেন না। এটা একদমই কাম্য নয়। স্বাধীনতা দিবসে সরকারি কর্মীদের যোগ দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। এই আবহে সকল মন্ত্রক এবং বিভাগী প্রধান এবং সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁদের অধীনে থাকা সকল আধিকারিক এবং কর্মীদের এই বিষয়ে অবগত করা হয়। (আরও পড়ুন: বেতন ও 🦩ভাতা বৃদ্ধি করা🍸 হল বাংলার এই কর্মীদের, বড় ঘোষণা করল রাজ্য সরকার)
আরও পড়ুন: জয় শাহদের কড়া পদক্ষেপ, BCCI-কে 🧔১৫৯ কোটির বকেয়া মেটাতে বোঝাপড়া🌄য় বাইজুস
এদিকে স্বাধীনতা দিবসের পাশাপাশি রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী - অগস্ট মাসে এই ধরনের অনেক উপলক্ষ আছে, যেদিন সরকারি ছুটি থাকবে। এই আবহে অগস্টে বে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে, সেই তালিকা দেখে নিন এনজরে। রিপোর্ট অনুযায়ী, কেরপুজোর কারণে ৩ অগস্ট (শনিবার) আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার টেন্ডং লো রাম ফাতের কারণে ৮ অগস্ট (বৃহস্পতিবার) গ্যাংটকে ব্যাঙ্ক খোলা থাকবে না। আর প্যাট্রিয়টস ডে'র কারণে ১৩ অগস্ট (মঙ্গলবার) ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওই তিনদিন দেশের অন্য কোনও প্রান্তে ব্যা𝓀ঙ্ক বন্ধ থাকবে না।
আরও পড়ুন: নতুন চেয়ারপার্সন পাচ্ছে UPSC,꧋ 'কাঁটায় ভরা চেয়ারে' বসছಌেন IAS অফিসার প্রীতি সুদান
স্বাধীনতা দিবসে (১৫ অগস্ট, বৃহস্পতিবার) দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীর জন্য ১৯ অগস্ট (সোমবার) আগরতলা, আমদাবাদ, ভুবনেশ্বর, দেরাদুন, জয়পুর, কানপুর, লখনউ এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেদিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা থাকবে বলে জানানো হয়েছে। শ্রীনারায়ণ গুরুজয়ন্তীর কারণে ২০ অগস্ট (মঙ্গলবাℱর) তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। জন্মাষ্টমীর কারণে ২৬ অগস্ট (সোমবার) আমদাবাদ, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ (অন্ধ্রপ্রদেশ), হায়দরাবাদ (তেলাঙ্গানা), জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, পাটনা, রাইপু🅰র, রাঁচি, শিলং, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক খোলা থাকবে।