রাহুল সিং
𒅌প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরানোর পরবর্তী ধাপ নিয়ে মঙ্গলবার চুশুলে চতুর্থ কোর কমান্ডার পর্যায়ে বৈঠকে বসতে চলেছে ভারত এবং চিন। আধিকারিকরা জানিয়েছেন, বৈঠকে গুরুত্বপূর্ণ ফিঙ্গার এরিয়া এবং ডেসপ্যাং এলাকায় উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনার সম্ভাবনা আছে। একইসঙ্গে সংঘাতের এলাকা থেকে অস্ত্র সরানোর বিষয়ও কথাবার্তা হতে পারে।
♋গত ৬ জুন ভারতীয় এবং চিনা সেনার মধ্যে প্রথম কোর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছিল। কিন্তু সেই বৈঠকের পর গালওয়ান সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তারইমধ্যে ২২ এবং ৩০ জুন প্রায় ১১ ঘণ্টা ধরে বৈঠক করেছিলেন দু'পক্ষের কোর কমান্ডাররা। তবে ফিঙ্গার এরিয়া এবং ডেসপ্যাং এলাকায় চিনা সেনার অবস্থানের কারণে আগের তিনবারের তুলনায় এবার দরকষাকষির মাত্রা আরও বেশি হবে বলে ধারণা এক আধিকারিকের। সকাল সাড়ে ১১ টায় সেই বৈঠক শুরু হতে পারে।
💧দ্বিতীয় আধিকারিক জানান, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ঐক্যমতের ভিত্তিতে সংঘাতের এলাকা থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অস্ত্র এবং যুদ্ধাস্ত্র সরিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি সামগ্রিকভাবে যে সামরিক প্রস্তুতি নেওয়া হয়েছে, তা কমানোর বিষয়েও কথাবার্তা সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚবৈঠকের বিষয়ে নর্দান আর্মির প্রাক্তন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি এস হুডা (অবসরপ্রাপ্ত) জানান, মঙ্গলবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্যাংগং সো এবং ডেসপ্যাং এলাকার বিষয়টি তুলবে ভারত। যেখানে চিনা সেনা অনধিকার প্রবেশ করেছে। তিনি বলেন, ‘দুটি জায়গায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার পক্ষে জোর দেওয়ার উচিত ভারতীয় দলের। কারণ তার থেকে কম কিছু হলে আমাদের আঞ্চলিকভাবে সমস্যার মুখে পড়তে হবে।’