আদানি গ্রুপের আওতায় থাকা অন্তত ৬টি কোম্পানির শেয়ার কিছুটা হলেꦉও ঘুরে দাঁড়াতে শুরু করল। আগের দিন একেবারে ঝপ করে নেমে গিয়েছিল।
অম্বুজা সিমেন্ট ৩.৫০ শতাংশ বেড়েছে, এসিসি বেড়েছে ৩.১৭ শতাংশ, আদানি এন্টারপ্রাইজ ২.১৬ শতাংশ, আদানি পোর্টস ২.০৫ শতাংশ, আদানি টোটাল গ🧔্যাস বেড়েছে ১.১৮ শতাংশ, এনডিটিভি বেড়েছে ০.৬৫ শতাংশ বিএসইতে।
তবে কিছু কোম্পানি এখনও লাল অবস্থানে রয়েছে। আদানি গ্রিন এনা🦂র্জি পড়েছে ৮.২০ শতাংশ, আদানি এনার্জি সলিউশন পড়েছে ৬.৯২ শতাংশ,আদানি পাওয়ার নেমেছে ৩.২৩ শতাংশ, আদানি উইলমার কমেছে ০.৭৩ শতাংশ।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ঘুষ ও জালিয়াতির🅺 মামলায় আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনার ঘোষণা দেওয়ার পরে শেয়ার বাজার তীব্র মন্দা শুরু হয়েছি🐻ল। তবে তা কিছুটা পুনরুদ্ধার করেছে।
তবে আগের সেশনে ২৭ বিলিয়ন ডলারের বাজার মূল্💎য কমে যাওয়ার পর আদানি গ্রুপের শেয়ারের দরপতন অব্যাহত ছিল।
বেঞ্চ𓃲মার্ক বিএসই সেনসেক্স ৪৭৯.৯৭ পয়েন্ট বা ০.৬২ শতাংশ বেড়েছে, শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ সকাল১০টায় ভারতীয় সময় বেড়ে ৭৭.৬৩৫.৭৬ এ দাঁড়িয়েছে।