অবাক করা কাণ্ড! ভাইরাল হয় নানা ধরনের ছবি। তবে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সোস্য়াল মিডিয়ায় তেমনই একটা ছবি ভাইরাল হয়েছে । একটা ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে সেই ছবি।আসলে সেই ছবিতে দাবি করা হয়েছে এক পাকিস্তানি ব্যক্তি একটা মুরগির ছবিতে সবুজ রঙ করে টিয়া পাখি বলে চালিয়ে দিয়েছেন। তবে এই দাবির মধ্য়ে কতটা সত্য়তা আছে সেটা অবশ্য় জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন। তবে অনেকেই বলছেন এই ছবির বেশিরভাগটাই এডিট করা।কী রয়েছে সেই ছবিতে?ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা গিয়েছে একটা সবুজ রঙের পাখি রয়েছে। সেই পাখিটা দেখতে অনেকটা টিয়া পাখির মতো। সেখানে লেখা রয়েছে পাকিস্তানি দোকানদার সেই মুরগিটাকে সবুজ রঙ করে দিয়েছিলেন। এরপর সেটাকে তিনি টিয়া বলে দাবি করেছিলেন। সেই টিয়াটির কত দাম ঠিক করেছিলেন তিনি?তিনি সেই টিয়ার দাম ঠিক করেছিলেন সাড়ে ৬ হাজার টাকা। দাবি করা হচ্ছে সেই পাখিটাকে আসলে একটা মুরগি। কিন্তু সেটা টিয়া বলে দাবি করা হয়। এরপর করাচির বাসিন্দা ওই ব্যক্তি সাড়ে ৬ হাজার টাকায় পাখিটাকে বেচার তাল করেছিলেন। এনিয়ে ওএলএক্সে দামও ঠিক করেছিলেন তিনি। আর সেখানে আবার লিখেও দিয়েছিলেন প্যারট অন সেল। সেটাও আবার নাগালের মধ্য়ে দাম।এদিকে ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করা হয়েছে। এরপর নানা জনে নানা মন্তব্য করছেন। কেউ বলছেন কেমন মজার মানুষ। কেউ লিখছেন এমন কি সত্যি হয়! তবে হিন্দুস্তান টাইমস বাংলা এর সত্যতা যাচাই করেনি। একজন লিখেছেন. এটা ফেক। আমি ওএলএক্স যাচাই করেছি। তিনি সত্যিকারের টিয়ার ছবিই দিয়েছেন।