এবার আমিষ খাবার পরিবেশন ঘিরে নতুন করে বিতর্ক শুরু হল আইআইটি রুরকিতে। আইআইটি রুরকির আজাদ ভবন হস্টেলের মেস প্রতিষ্ঠানের ১২ টি হস্টেলের মধ্যে এমন একটি হস্টেলের মেস যেখানে নিরামিষ খাবার পরিবেশন করা হয়। আর সেই হস্টেলের মেস💞েই এবার সপ্তাহে ২ দিন আমিষ খাবার পরিবেশন করা নিয়ে ক্ষোভে ফ🦩েটে পড়লেন একদল পড়ুয়া।
আজাদ ভবন হস্টেলের মেজে একইসঙ্গে নিরামিষ রান্না ও আমিষ রান্না হওয়া নিয়ে প্রতিবাদে সরব হন পড়ুয়ারা। ঘটনার প্রতিবাদে নেমে, দুজন পড়ুয়া খালি, থালাবাটি নিয়ে মাটিতে বসে প্রতিবাদে মুখর হন। এরপর থেকেই প্রতিবাদের রেশ দেখা যায়। আইআইটি রুরকির ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার অধ্যাপক এমকে বরুয়া জানিয়েছেন, পড়ুয়াদের স্বাধীনতা দেওয়া রয়েছে নিরামিষ বা আমিষ খাওয়ার খাবার বিষয়ে। তাঁরা তা নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন। কংগ্রেসে থাকাকালীন ক🏅োন কোন তাবড় পদে ছিলেন গুল🅘াম নবি আজাদ?
জানা গিয়েছে ক্যাম্পাসের মধ্যে ইতিমধ্যেই ৫০ জন পড়ুয়া ঘটনার প্রতিবাদে নে🔯মেছেন। নিরামিষ মেসকে কেন আমিষে বদলে ফেলা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। বহু পড়ুয়ার দাবি এটি তাঁদের আবেগে আঘাত কর🦂ছে। এদিকে, আইআইটি রুরকির ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার অধ্যাপক এমকে বরুয়া জানিয়েছেন, পড়ুয়াদের বোঝানো হয়েছে ঘটনার বাস্তবিক দিকটি। যেভাবে অন্যান্য হস্টেলে খাবারের পরিবেশন হচ্ছে সেই নিরিখে ঘটনাগুলিকে তুলে ধরা হচ্ছে।