একেবারে হাড়হিম করা ঘটনা। ২৫ বছর বয়সি পুত্র আচমকাই তাঁর মায়ের গায়ে পেট্রোল ঢেলে দেন বলে খবর। এরপর তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। মায়ের বয়স ৬০ বছর। মঙ্গলবার আলিগড় থানার ভেতরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। ওই মহিলার নাম হেমলতা দেবী। তিনি ৭০ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছিলেন। পরে তিনি হাসপাতালে মারা যান। সূত্রের খবর, ওই যুবক, তাঁর মা ও কাকাকে ওই থানাতে ডেকে পাঠানো হয়েছিল। তদন্তের জন্য তাদের ডাকা হয়েছিল। এসপি ( দেহাত) পলাশ বনশন জানিয়েছেন, ওই মহিলা তাঁর দুই পুত্রের সঙ্গে থাকতেন। তাঁদের পৈত্রিক বাড়িতে থাকতেন তিনি। স্বামীর মৃত্য়ুর পর থেকেই তিনি বাবার বাড়িতে থাকতেন। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে কিছু ঝামেলা ছিল। দুপক্ষকেই থানায় ডাকা হয়েছিল। মূলত পুলিশের উপর ও কাকাদের উপর চাপ দেওয়ার জন্যই ওই যুবক তার মায়ের শরীরে আগুন ধরিয়ে দেন। ওই যুবকের নাম গৌরভ কুমরা । সে তার মার শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল বলে খবর। তবে ঘটনার পরে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। ওই বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসে পুলিশ। কিন্তু তার আগেই অগ্নিদগ্ধ হয়ে যান ওই বৃদ্ধা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।