Adani Power share price: বাজার যেমনই থাকুক, আদানি গ্রুপের বেশ কিছু স্টকে ত🦋ার প্রভাব পড়ে না। টালমাটাল বাজারেও মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে এই শেয়ারগুলি। ইয়ার-টু-ডেট (YTD) হিসাবে আদানি গ্রুপের একাধিক শেয়ার ব🎃িনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে। তার মধ্যে অন্যতম হল আদানি পাওয়ারের শেয়ার। ২০২২ সালেই এই শেয়ারের দাম ১০১ টাকা থেকে বেড়ে ৪২৫ টাকা পর্যন্ত হয়ে গিয়েছে। ফলে সেই সময় থেকে যাঁরা বিনিয়োগ করে রেখেছেন, তাঁরা ৩০০ শতাংশেরও বেশি রিটার্ন প্রদান পেয়েছেন।
স্টক মার্কেট বিশেষজ্ঞদের মতে, বিদ্যুতের দারুণ চাহিদার কারণে আদানি পাওয়ারের শেয়ারের দাম বাড়ছে। তার পাশ꧟াপাশি নতুন, লাভজনক উত্পাদন কেন্দ্রও কিনেছে তারা(ক্লিক করুন)। বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুত্ সংস্থা আদানি পাওয়ার। Q1-এর ফলাফলও দারুণ। ফলে স্টকটি আরও বুলিশ হয়ে গিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, স্বল্প মেয়াদে এটি ৪৭৫ টাকা পর্যন্ত উঠতে পারে। আরও পড়ুন- Adani Power: ৭,০০০ কোটি টাকায় তাপবিদ্যুৎ কেন্দ্র কিনছেন আদানি
আদানি পাওয়ারের শেয়ারের বিষয়ে চয়েস ব্রোকিং-এর পরিচালক সুমিত বাগাদিয়া বলেন, স্টকটি ইতিমধ্যেই আপট্রেন্ডে রয়েছে। চার্ট প্যাটার্নে আরও বেশি বুলিশ দেখাচ্ছে। যাঁদের পোর্টফোলিওতে এই স্টকটি রয়েছে তাঁরা অল্প সময়ের জন্য স্টকটি ধরে রাখতে পারেন। শেয়ার প্রতি ৪৭৫ টাকার টার্গেট রাখা যেতে পারে। অন্যদিকে ৩৯০ টাকার লেভেলে স🐓্টপ লস বজায় রাখতে পারেন।
২০২২ সালে ভারতীয় স্টক মার্কেটের সেরা মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যে আদানি পাওয়ারের শেয়ার অন্যতম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর ভারতীয় এবং আন্তর্জাতিক বাজারে সেল অফের হিড়িক লাগে। দাম পড়তে থাকে বহু সংস্থার শেয়ারের। তা সত্ত্বেও আদান💜ি পাওয়ারের স্টকটি শক্তিশালী রিটার্ন দিয়েছে। বিশেষজ্ঞদের কথায়, কোনও সংস্থার স্টকের পারফর্ম্যান্সে তার ব্যবসাই সবচেয়ে বড় অনুঘটক। যদি কোনও সংস্থা দারুণ ব্যালেন্স শিট বজায় রাখে, সেক্ষেত্রে শেয়ার বাজারের মন্দাও তাকে ছুঁতে পারে না। মাল্টিব্যাগার স্টকটি গত এক ♐মাসে প্রায় ৪৫ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ছয় মাসে এটি তার শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।