Manipur Violence: মণিপুরে ফের হিংসা, সরকারি অফিসে জোর করে তালা, বন্ধ ইন্টারনেট, জরুরী মিটিংয়ে শাহ
2 মিনিটে পড়ুন Updated: 18 Nov 2024, 07:48 PM ISTমণিপুরে বহু সরকারি অফিসে তালা ঝোলানোর চেষ্টা, বন্ধ🦄 করা হল ইন্টারনেট, জরুরী মিটিংয়ে শাহ।
মণিপুরে বহু সরকারি অফিসে তালা ঝোলানোর চেষ্টা, বন্ধ🦄 করা হল ইন্টারনেট, জরুরী মিটিংয়ে শাহ।
ফের অশান্ত মণিপুর। একজন প্রতিবাদকারীর ম𒐪ৃত্যু হয়েছে বলে খবর।
সোমবার অসমের বরাক নদী থেকে আরও একট👍ি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, গত সপ্তাহে মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে, উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে যে এই মৃত্যুর সাথে প্রতিবেশী মণিপুরের হি𓄧ংসার যোগসূত্র থাকতে পারে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।
দুপুর ১টা নাগাদ অসম🔯ের লখিপুরের সিঙ্গারব্যান্ড পার্ট-৪-এর নুঙ্গাই এলাকা থেকে ২৫ বছরের লাইশরাম🌳 হেইতোম্বি দেবীর দেহ উদ্ধার করা হয়।
স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে দেহটি দেখতে পান, যা পরে লখিপুর থানার একটি দল উদ্ধার করে। এর আগের দিন একই নদীতে পৃথক ঘটনায় এক নারী ও এক শিশুসহ আরও দুটি দেহ উদ্ধার ক🍎রা হয়।
গত ১১ নভেম্বর মণিপুরের জিরিবামে সন্দেহভাজন কুকি জঙ্গিরা যে ছয়জন নারী ও শিশুকে অপহরণ করেছিল, তাদের দেহগুলো থাকতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তবে সোমবার উদ্ধার হওয়া দেহগুলো স💧হ তাদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
অন্য একটি ঘটনায় রবিবার রাতে জিরিবামে মণিপুর পুলিশের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, জিরিবাম শহরে একটি বিক্ষোভ🐲 চলাকালীন এই ঘটনা ঘটে, যেখানে লোকেরা ছয়জনের মৃত্যুর নিন্দা করছিলেন। মণিপুরের সিনিয়র পুলিশ সুপার (কমব্যাট) সঞ্জেমবাম নেকতার এবং তার দল বিক্ষোভে হস্তক্ষেপ করে এবং জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বলে জানা গেছে।
পরে বিক্ষোভকারীরা পূর্ত দফতরের গেস্ট হাউসে ঢুকে এসএসপি অমৃতের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গেস্ট হাউসে মোতায়েন নিরাপত্তা বাহিনী বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে জানা গ🍨েছে। সংঘর্ষের সময় একজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং অপর একজন গুলিবিদ্ধ হন।
নিহতের নাম খুন্দ্রাকপাম আথৌবা (২০) এবং আহত ব্যক্তির নাম কে বিষাণ (২৬)। বিষাণকে প্রথমে জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে অসমের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হ🃏য়।