অগ্নিপথ ইস্যুতে দেশ ইতিমধ্যেই দেখেছে এক অগ্নিগর্ভ পরিস্থিতি। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল প্রতিবাদীরা। সেনায় এমন নিয়োগ প্রকল্পের বিরোধিতায় নামে অবিজেপি বিরোধী শিবির। এবার বিজেপির সাংসদ꧟ বরুণ গান্ধী প্রশ্ন তুললেন অগ্নিপথ-এর ফর্মে থাকা ধর্ম ও জাতি প্রসঙ্গের কলামটি নিয়ে। ঠিক একই প্রসঙ্গে সুর চড়িয়েছে বিজেপি বিরোধী দলগুলিও।
এদিন এক টুইটে বরুণ গান্ধী লেখেন, ‘সেনায় কোনও ধরনেরই সংরক্ষণ নেই। তবে অগ্নিপথের ফর্মে জাতি প্রমাণপত্র চাওয়া হচ্ছে। আমরা কি জাতি দেখে কারোর রাষ্ট্রভক্তি নির্ধারিত করব? সেনার প্রতিষ্ঠিত পরম্পরাকে বদলে ফেলে আমাদের জাতীয় সুরক্ষায় প্রভাব পড়বে। এই বিষয়ে সরকারের ভাবা উচিত।’ এই ইস্যুতে শুধু বিজেপি নেতা বরুণ গান্ধীই নন, বরং বিরোধী নেতারাও সুর চড়া করেছেন। ফলে ক্ষোভের আগুন তুঙ্গে উঠেছে। অনেকেই সুর চড়িয়ে দাবি করেছেন যে, অগ্নিবীরকে 'জাতিবীর' হিসাবে তুলে ধরা হচ্ছে। আবছা কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে! সিসিটিভিতে ধরা �𒅌�পড়া এই দৃশ্য কি 'তেনাদের'?