মঞ্জিরী চিত্রেনিঠারি হত্যা মামলা থেকে খালাস পেয়ে গেলেন প্রধান অভিযুক্ত সুরেন্দ্র কোলি ও তার সহ অভিযুক্ত মনীন্দ্রর সিং পান্ধার।সোমবার এলাহাবাদ হাইকোর্ট এই রায় দিয়েছে। বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও বিচারপতি সৈয়দ আফতাব হুসেন রিজভি অন্তত ১২টি মামলায় নির্দোষ বলে ঘোষণা করেছে। এদিকে তাকে আগে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে সহ অভিযুক্ত পান্ধারকেও এর আগে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার দুটি মামলায় তার মৃত্যুদণ্ড রদ করা হয়েছে। আদালতের মতে, তাদের বিরুদ্ধে যথার্থ তথ্য়প্রমাণ হাজির করা যায়নি। তাদের মৃত্যুদণ্ডও রদ করা হয়েছে।নিঠারি হত্যা মামলা নয়ডার একেবারে হাড়হিম করা ঘটনা। এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। জানা গিয়েছিল ২০০৫-০৬ সালের মধ্য়ে একাধিক মেয়েকে খুন ও ধর্ষণ করেছিল কোলি। এমনটাই অভিযোগ উঠেছিল।২০০৬ সালে নিঠারি গ্রামের একটি নিকাশি নালায় কিছু কঙ্কাল মেলে। পরে কোলি পুলিশের কাছে জানায় কাছের জমিতে খুঁড়লে আরও দেহ মিলবে। এরপর সিবিআইয়ের কাছে তদন্তভার যায়।সুরিন্দর কোলির বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। পান্ধারের বিরুদ্ধেও অভিযোগ ওঠে। ধর্ষণ, খুন, দেহ লোপাটের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।দুজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কর্তব্য়ে গাফিলতির অভিযোগ ওঠে। কারণ একাধিক শিশু নিখোঁজ হওয়ার পরেও তারা কার্যকরী কোনও ব্যবস্থা নেয়নি।এদিকে নয়ডাতে সেই কুখ্য়াত বাড়ি এখনও রয়েছে। পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেই বাড়ি। কাছেই বাংলা ও বিহারের পরিযায়ী শ্রমিকরা থাকতেন। তাদের শিশুদেরই অপহরণ করা হয়েছিল। তারা আতঙ্কে এলাকা থেকে চলে গিয়েছেন। তবে এবার নিঠারি হত্য়াকাণ্ডের প্রধান অভিযুক্ত সুরেন্দ্র কোলিকে খালাস করে দিল এলাহাবাদ হাইকোর্ট। সহ অভিযুক্ত পান্ধারকেও এর আগে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার দুটি মামলায় তার মৃত্যুদণ্ড রদ করা হয়েছে।