স্কুটি চুরিতে সাহায্য করতে অস্বীকার করায় এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে উত্তর দিল্লির বারা♒ হিন্দু রাও এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ওই ব্যক্তিকে একাধিবার ছুরিকাঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভরতি এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনায় 𝔉তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির নাম সমীর যাদব। তিনি আজাদ ♐মার্কেটের বাসিন্দা। সমীরের অভিযোগ, ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮ টা নাগাদ। তাঁর পূর্ব পরিচিত তিনজন ওইদিন সকালে তাঁর কাছে আসে। তাঁরা সমীরকে বলে একটি স্কুটি চুরি করতে তাদের সাহায্য করতে হবে। ঘটনায় সমীর তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তাদের চুরিতে সাহায্য করতে অস্বীকার করে। এই নিয়ে সমীরের সঙ্গে তাদের মধ্যে বচসা বাঁধে এবং ক্রমেই তাদের বচসা গড়ায় হাতাহাতিতে। সেই সময় অভিযুক্তদের একজন পকেট থেকে ছুরি বের করে সমীরকে আঘাত করে। তিন অভিযুক্তের নাম হল ঈশান, আমﷺন এবং আনাস। ঘটনাটি ঘটেছে থানা থেকে কিছুটা দূরে। একটি চায়ের দোকানের কাছে সমীরকে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) সাগ♔র সিং কালসি জানিয়েছেন।
পুলিশের কাছে সমীর অভিযোগ জানিয়েছেন, ঈশান নামে ওই অভিযুক্ত পকেট থেকে ছুরি বের করে তাঁকে বেশ কয়েকবার আঘাত করে। পাশপাশি সমীরের কাছ থেকে নগদ ২৫০০ টাকা সহ আধার কার্ড, প্যান কার্ড এবং মোবাইল ফোন চুরি করে নেয় অভিযুক্তরা। ঘটনাস্থল থেকে কোনওভাবে পালিয়ে বাঁচেন সমীর। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৯৪ এবং ৩৪ ধারার অধীনে মামলা রুজু করেছে পুলিশ। সমীরের অভিযোগ, এর আগেও অভিযুক্তরা একাধিক জায়গায় চুরি করেছে। এই ঘটনায় অন্য কোনও কারণ রয়েছে কিনা তা জানতে সমীরের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি কোন স্কুটি চুরি করতে চেয়েছিল অভিযুক্তরা? অতীতে আরও এই ধরনের চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনায় পুলি♚শের তরফে তদন্ত শুরু করা হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7🅘me4aup