আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে 𒅌দিল্লিগামী বিমানকে হঠাৎই মাঝ আকাশে পথ ঘুরিয়ে অবতরণ করানো হয়েছে রোমে। জানা গিয়েছে, এক বোমা হানার হুমকি ঘিরে এই পদক্ষেপ নেওয়া হয়, পরে যদিও জানা গিয়েছে, সেই হুমকি সম্পূর্ণ ভুয়ো।
আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমান ‘বোয়েইং ৭৮৭ ড্রিম লাইনার’। অবতরণ করার কথা ছিল দিল্লির ইন্দিরা গ🔯ান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে নিরপত্তা🔥জনিত কিছু ইস্যু ঘিরে ওই বিমানকে রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়। রবিবারের এই ঘটনা ঘিরে স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও জানা গিয়েছে, যাত্রীদের নিয়ে ওই বিমান সোমবারই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছে।
( Budhdev Uday 2025: ব🃏ুধের উদয় আর ২ দিন পরই! সৌভাগ্য ফিরবে ৫ রাশির, কার ভাগ্যে কী কী আসতে পারে?)
এদিকে, বহু সোশ্যাল মিডিয়া-ভিডিয়োতে দেখা গিয়েছে, দিল্লিগামী ওই যাত্রীবাহী বিমানের বাঁক রোমের দিকে ঘুরতেই ফ্রান্সের বায়ুসেনার যুদ্ধবিমান তাকে ঘিরে ফেলে। ওই যুদ্ধবিমানগুলি যাত্রীবাহী বিমানকে ঘিরে নিয়ে নিরাপদে অবতরণ করায় রোমে। এরপরই রোমের আইনশৃঙ্খলা বিভাগ, আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানকে ভালোভাবে নীরিক্ষণ করে। সমস্ত কিছু তল্লাশি করে দেখা হয় বিমানের ভিতর। ফ্লাইট ট্র্যাকিং অ্যাকাউন্ট ‘ফ্লাইট ইমার্জেন্সি’ জানিয়েছে, সম্ভাব্য বোমা হামলার হুমকির জেকরে বিমানের গতিপথ পাল্টানো হয়। ‘বোয়েইং ৭৮৭ ড্রিম লাইনার’ ১৯৯ জন যাত্রীকে নি🍸য়ে নিউ ইর্কের মাটি ছেড়ে দিল্লির দিকে রওনা হয়েছিল। তারপরই নিরাপত্তা ইস্যুতে মাঝ আকাশ থেকে বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। তবে বোমা হামলা হুমকি সম্পর্কে সেভাবে বিস্তারিত জানা যায়নি। তবে জানা গিয়েছে, বিমান যখন ক্যাসপিয়ান সাগরের ওপর দিয়ে উড়ছিল, তখনই এই বিমানে বোমা হানার হুমকি আসে। হুমকি আসে মেইল-এ। তারপরই বিমানের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়।