অমিত শাহের 'ভুয়ো ভিডিয়ো' কাণ্ডে গত ২৮ এপ্রিল এফআইআর করে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে তলব করেছিল দিল্লি পুলিশ। তবে এই একই মামলায় হায়দরাবাদ পুলিশও এফআইআর করেছিল। এবং তা হয়েছিল একদিন আগে, ২৭ এপ্রিলে। আর এর জেরে এবার আইনি জটিলতা দেখা দিয়েছে। আমাদের দেশের সাংবিধানিক নীতি অনুযায়ী, একই অপরাধের জন্য এক ব্যক্তির দু'বার বিচার (ডবল জিওপার্ডি) করা যায় না। সংবিধানের ২০(২) ধারার জেরে হয়ত এই মামলায় রেভান্থ রেড্ডিকে ছুঁতেও পারবে না দিল্লি পুলিশ। (আরও পড়ুন: কলকাতায় ম💛াথাপিছু ১৫০ লিটার থেকে জলের চাহিদা বেড়ে ৪৫০! সঙ্গে নামছে গঙ্গার জল🐭স্তর)
আরও পড়ুন: ভাগা🙈ভাগি হলেও ৬ বছর '🍒লড়াই' নয় গোদরেজ পরিবারে, ব্যতিক্রম শুধু একটি ক্ষেত্রে
আরও পড়ুন: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের চাহিদা,স🍸মস্যা মেটাতে ১০০ দাওয়া🥀ই CESC'র
উল্লেখ্য, ১ মে, বুধবার রেভান্থ রেড্ডিকে নিজের সব ইলেকট্রনিক ডিভাইস এবং গ্যাজেট নিয়ে আসতে বলে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি আইনের ১৫৩, ১৫৩এ, ৪৬৫, ৪৬৯, ১৭১জি এবং ৬৬সি ধারায় মামলা রুজু করা হয়েছে। অপরদিকে হায়দরাবাদ পুলিশের সাইবার অপরাধ দমন শাখার এফআইআর করা হয়েছিল তুলনামূলক কম গুরুতর ধারায়। হায়দরাবাদ পুলিশ এই অভিযোগ দায়ের করেছিল বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জি প্রেমেন্দর রেড্ডির অভিযোগের ভিত্তিতে। এই আবহে বিজেপি নেতার দায়ের করা অভিযোগের জেরে হয়ত দিল্লি পুলিশ এই মামলায় কংগ্রেস মুখ্যমন্ত্রীর বিচার করতে পারবে না। তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির আইনজীবীও দাবি করেন, ডবল জিওপার্ডি নীতিতে দিল্লি পুলিশের এফআইআর খারিজ হয়ে যাবে এবং হায়দরাবাদ পুলিশের এফআইআরটির ভিত্তিতেই তদন্ত হবে। (আরও পড়ুন: ৬ দিনে ৪ দফায় কমল সোনার দাম, শুক্রে তিলোꦍত্তমায় কততে বিকোচ্ছে হলুদ ধাতু?)
আরও পড়ুন: ৫ ডিগ্রি নামবে কলকাতার পারদ! দক্ষিণবঙ্গে এবার𒁃 লাগাতারಞ বৃষ্টির পূর্বাভাস
উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের অভিযোগের ভিত্তিতে গত ২৮ এপ্রিল দিল্লি পুলিশের স্পেশাল সেল এফআইআর দায়ের করেছিল শাহ🔯ের ভুয়ো ভিডিয়ো নিয়ে। উল্লেখিত ভিডিয়োতে দেখা যায়, অমিত শাহ সকল সংরক্ষণ বাতিলের পক্ষে সওয়াল করছেন। তবে আদতে সেই ভিডিয়োতে যেই ভাষণ দেখানো হয়েছে, তাতে অমিত শাহ বলছিলেন, তেলঙ্গানায় ক্ষমতায় এলে তারা সেই রাজ্যে মুসলিমদের সংরক্ষণ বাতিল করে দেবে। তবে ভুয়ো ভিডিয়োতে 'মুসলিম' শব্দটি হয়ে গিয়েছিল 'সবাই'। আর সেই ভিডিয়ো নিয়েই তদন্তের স্বার্থে দিল্লি পুলিশ তলব করে রেভান্থ রেড্ডিকে। তবে ইতিমধ্যেই হায়দরাবাদ পুলিশও এই মামলায় তদন্ত শুরু করে একাধিক কংগ্রেস নেতাকে তলব করেছে।
আরও পড়ুন: ভারতকে 'জেনো꧂ফোবিক' আখ্যা দিয়ে 'চরম অপমান' বাইডেনের, সাফ♈াইতে হোয়াইট হাউজ বলল...