🌄 দেশ-বিদেশের নানান খবর মাঝেমাঝেই শেয়ার করেন ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা। ভারতের নানান নজির সবার সঙ্গে ভাগ করে নেন তিনি। পরিকাঠামো ক্ষেত্রে ভারত যে দ্রুত এগিয়ে চলেছে, বিশিষ্ট শিল্পপতির পোস্টে অনেক ক্ষেত্রেই তার প্রমাণ পাওয়া যায়। এবার সড়ক নেটওয়ার্কের ক্ষেত্রে চিনকে ছাপিয়ে যাওয়ার পরিসংখ্যান শেয়ার করলেন তিনি। আনন্দ মাহিন্দ্রা কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতীন গডকড়িকে ট্যাগ করে লিখেছেন যে তাঁর আশা, খুব দ্রুতই আমেরিকাকে পেরিয়ে এক নম্বর স্থান দখল করবে আমাদের দেশ।
ꦛতিনি বলেন, ‘আমরা চিনের চেয়ে এগিয়ে থাকায় আমি বিস্মিত হয়েছি। এর কারণ হতে পারে চিনের পশ্চিমাংশে খুব কম জনবসতি রয়েছে। আরও মজার বিষয় হল যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামান্যই পিছিয়ে। আমি নিশ্চিত @nitin_gadkari টার্গেট ঠিক করে দিতে পারেন কবের মধ্যে আমেরিকাকে ছাড়িয়ে যেতে হবে সেটার।’
🧸গত বছরের জুন মাসে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক গডকড়ি বলেছিলেন যে গত নয় বছরে দেশের জাতীয় মহাসড়কের মোট দৈর্ঘ্য প্রায় ৫৯% বৃদ্ধি পেয়েছে। জাতীয় মহাসড়কের দ্রুত সম্প্রসারণ এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কে পরিণত করেছে।
🉐নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে গডকড়ি বলেন, ২০১৩-১৪ সালে জাতীয় মহাসড়কের মোট দৈর্ঘ্য ছিল ৯১,২৮৭ কিলোমিটার, যা ২০২২-২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫,২৪০ কিলোমিটার, এই সময়ের মধ্যে ৫৯ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
꧑ ২০২২ সাল পর্যন্ত ভারতের সড়ক নেটওয়ার্ক৫.৮৯ মিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। এই রাস্তাগুলিকে জাতীয় মহাসড়ক (এনএইচ), রাজ্য মহাসড়ক, জেলা সড়ক, গ্রামীণ রাস্তা, গ্রামীণ রাস্তা এবং অন্যান্য গ্রামীণ সড়ক (ওআরআর) সহ বেশ কয়েকটি বিভাগে শ্রেণিবদ্ধ করা হয়েছে। যমুনা এক্সপ্রেসওয়ে, মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ইত্যাদির উন্নয়ন প্রধান শহরগুলির মধ্যে দ্রুত এবং মসৃণ ভ্রমণের পথ আরও সুগম করেছে।
🥃শুধু রাস্তার সংখ্যা নয়, রাস্তার মানও আমেরিকার মতো করার পরিকল্পনা আছে নীতীন গডকড়ির। খুব দ্রুতই জাতীয় সড়কগুলি সেরকম হয়ে যাবে বলে তাঁর আশা। এছাড়াও টোল সংগ্রহ করার জন্য জিপিএস প্রযুক্তির ব্যবহার করতে চলেছে সরকার। তার ফলে আরও সহজে মানুষ যাতায়াত করতে পারবেন ও তাদের কোনও ভাবেই অপেক্ষা করতে হবে না। তবে এখনও গ্রামের দিকে রাস্তার অপ্রতুল পরিকাঠামো ও শহরের ক্ষেত্রে অসম রক্ষনাবেক্ষণের সমস্যা নিশ্চিত ভাবেই আম আদমির সমস্যা বৃদ্ধি করে।