🐷 আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তা নিয়ে ভারতে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এমনিতে অতটাও আগ্রহ তৈরি হওয়ার কথা নয়। কিন্তু গতরাতে ট্রাম্পের ডেপুটি হিসেবে জেডি ভ্যান্সের নাম ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর নাম নিয়ে যে হইচই শুরু হয়েছে, সেটার পিছনে একটাই কারণ আছে। ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি আদতে ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকায় বড় হলেও তাঁর শিকড় লুকিয়ে আছে অন্ধ্রপ্রদেশে। আর সেই বিষয়টি নিয়ে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা যে টুইট করলেন, সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। ভ্যান্স এবং উষার বিয়ের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আরও একটা গ্রেট ইন্ডিয়ান ওয়েডিংকে সেলিব্রেট করা হবে।’
'গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং'-এ ভ্যান্স ও উষা
🌌যে ‘গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং’-র কথা বলেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান, তা ২০১৪ সালেই হয়ে গিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালে আমেরিকার কেন্টাকি প্রদেশে বিয়ে করেন উষা এবং ভ্যান্স। উষা হিন্দুধর্ম পালন করেন। তাই বিয়েতে হিন্দু রীতিনীতি মেনেও হয়েছিল। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান যে ছবিটা পোস্ট করেছেন, তা সম্ভবত হিন্দুধর্মের রীতিনীতি মেনে হওয়া বিয়ের অনুষ্ঠানের।
তবে সব নেটিজেন আগ্রহী নন
🐻যদিও সেই ‘গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং’ নিয়ে কেউ-কেউ একেবারেই প্রসন্ন হননি। এক নেটিজেন বলেন, 'আমরা এসব বিষয় নিয়ে অহেতুক লাফালাফি শুরু করে দিই। এখন যিনি আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট (কমলা হ্যারিসও ভারতীয় বংশোদ্ভূত আছেন, তিনি ভারতের জন্য কিছু করেননি বা ভারতের পক্ষ নেননি।' অপর এক নেটিজেন বলেন, 'আমাদের কী হবে ভাই? প্রত্যেকেই নিজেদের দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেন।'
ꦿএকজন আবার বলেন, ‘উষা ভারতীয় বংশোদ্ভূত হলেও আদতে উনি বড় হয়েছেন আমেরিকায়।’ অপর একজন বলেন, ‘এই বিয়ের বিষয়টা নিয়ে এত হইহই করার কী আছে? কেন সেটা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে হবে।’ আবার একজন মজা বলেন, ‘অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের রেশ এখনও কাটল না। আরও একটা গ্রেট ইন্ডিয়ান ওয়েডিং চলে এল।’
ভ্যান্স ও উষার ইতিবৃত্ত
𒀰১) ইয়ালে ল স্কুলে প্রথম আলাপ হয় ভ্যান্স ও উষার। রিপোর্ট অনুযায়ী, ভ্যান্সের যে বই আমেরিকায় সাড়া ফেলেছিল এবং তিনি প্রচারের আলোয় উঠে আসেন, সেটা লেখার পিছনে উষার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
ꩵ২) ভ্যান্স এবং উষার তিন সন্তান আছে - দুই ছেলে এবং এক মেয়ে। ২০২১ সালে তাঁদের তৃতীয় সন্তান জন্মগ্রহণ করেছে।