উচ্চহারের সুদের অফার দিয়ে সেভিংস অ্যাকাউন্ট চালꦿু করল Apple। ওই সেভিংস অ্যাকাউন্টে যে হারে সুদ প্রদান করা হবে, তা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), এইচডিএফসি, আইসিআইসিআই, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) থেকে ঢের বেশি। তথ্য অন♏ুযায়ী, Apple-র সেভিংস অ্যাকাউন্টে ৪.৫ শতাংশ হারে সুদ প্রদান করা হবে।
Apple-র সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য
– নয়া অ্যাকাউন্টে কোনও ন্💧যূনতম ডিপোজিট বা ব্যালেন্স লাগবে ✤না।
ꦑ – নিজেদের আইফোনের Wallet অ্যাপ থেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ইউজার।
– একবার সেভিংস অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে সংশ্লিষ🎃্ট গ্রাহক যে টাকা পাবেন, তা সরাসরি তাঁর অ🦋্যাকাউন্ট জমা পড়বে।
– দৈনন্দিন কত টাক๊া আসবে, তাতে 🗹কোনও সর্বোচ্চসীমা নেই।
SBI-র সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (এসবিআই) সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ২.৭ শতাংশ থেকে তিন শতাংশের মধ্যে ঘোরাফেরা করে। যদি𓄧 অ্যাকাউন্টে ১০ কোটি টাকার কম থাকে, তাহলে সুদের হার হয় ২.৭ শতাংশ। আর ১০ কোটি টাকা বা তার বেশি অর্থ থাকলে তিন শতাংশ হারে সুদ মেলে।
PNB-র সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
অ্যাকাউন্টে ১০ লাখ টাকার কম থাকলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (পিএনবি) সুদের হার হয় ২.৭ শতাংশ। ১০ লাখ টাক🍷া থেকে ১০০ কোটি ট🧔াকার কম ব্যালেন্সের ক্ষেত্রে ২.৭৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ১০০ কোটি টাকা বা তার ঊর্ধ্বে তিন শতাংশ হারে সুদ মিলবে।
HDFC-র সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদের হার তিন শতাংশ থেকে ৩.৫ শতাংশের মধ্যে থাকে। অ্যাকাউন্টে ৫০ লাখ টাকার কম থাকলে তিন শতাংশ হারে স♏ুদ মিলবে। ৩.৫ লাখ টাকার বেশি থাকলে ৩.৫ শতাংশ হারে সুদ পাবেন।
ICICI-র সেভিংস অ্যাকাউন্টে সুদের হার
এইচডিএফসি ব্যাঙ্কের মতোই আরও একটি বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্🎉যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে সুদ প্রদান করা হয়। ৫০ লাখ টাকার কম অর্থ থাকলে তিন শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা। কারও অ্যাকাউন্টে ৫০ লাখ টাকার বেশি থাকলে ৩.৫ শতাংশ হারে সুদ মিলবে।
আরও পড়ুন: এবার ঘরে বসে অনলাইনেই Fixed Deposit! পাবেন ৭.৮% পর𝔍্যন্ত সুদ
উল্লেখ্য, আয়কর আইনের ৮০টিটিএ অনুযায়ী, সেভিংস অ্যাকাউন্ট থেকে কেউ যদ🍌ি প্রতি অর্থবর্ষে ১০,০০০ টাকা পর্যন্ত সুদ পান, তাহলে সেটার জন্য কর দিতে হবে না। তবে ১০,০০০ টাকার বেশি সুদ পেলে অতিরিক্ত সুদ দিতে হবে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT Ap♏p থেকেও। এবার HT App বাংলায়। HT 🤡App ডাউনলোড করার লিঙ্ক )