দিল্লির হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নিয়ে এবার কেন্দ্রের সাহায্য চাইলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রীতিমতো টুইট করে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় টুইট করে কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে অক্সিজেনের ঘাটতি চরমে পৌঁছে গিয়েছে। কেন্দ্রের কাছে আবেদন করব যাতে দিল্লিতে অক্সিজেনের জোগান এখনই দেওয়া হয়। বেশ কয়েকটি হাসপাতালে আর মাত্র কয়েক ঘণ্টার অক্সিজেনের জোগান রয়েছে।’ কিছুক্ষণ পর ফের হিন্দিতে টুইট করেন কেজরিওয়াল। সেই টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিংয়ে বসেছিলাম। হাসপাতালে যাতে অক্সিজেনের জোগান ঠিকঠাক থাকে, সেজন্য আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছি। হাসপাতালে বেডের সংখ্যাও যাতে আরো বাড়ানো যায়, সেজন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে।’ মুখ্যমন্ত্রী রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘দিল্লিতে অক্সিজেনের জোগানের যা অবস্থা তাতে দিল্লিতে রীতিমতো জরুরি অবস্থা তৈরি হয়েছে। এজন্যই কেন্দ্রের সাহায্য খুবই প্রয়োজন।’ অক্সিজেনের ঘাটতি নিয়ে দিনকয়েক আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার চিঠি দিয়েছেন কেজরিওয়াল। সেই ইস্যুতেও কেন্দ্রের সাহায্য প্রার্থনা করেছিলেন। তারইমধ্যে আগামী ২২ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শিল্পের কাজে যে অক্সিজেন ব্যবহৃত হয়, তার জোগানের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্র। কয়েকটি ক্ষেত্রকে অবশ্য সেই তালিকা থেকে বাদ রাখা হয়েছে।