ইশিকা যাদব
টানা বৃষ্টি। আর তার জেরে ভয়াবহভাবে বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ এলাকা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, এখনই এই বিপর্যয় থেকে মুক্তির পথ নেই।ꦆ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী তিনদিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরপূর্বের এই এলাকাগ♐ুলিতে।
এদিকে প্রচন্ড꧑ বৃষ্টি, ধস, জল কাদার স্রোতের জেরে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এদিকে বছরের প্রথম টানা বৃষ্টিতে একেবারে ভয়াবহ অবস্থা অসমের বিস্তীর্ণ এলাকায়। ♌নদীর জলতলও ক্রমশ বাড়ছে।
এদিকে রাস্তা ও রেলপথের একাংশ স্রোতে ভেসে যাওয়ায় প্রায় ২ লক্ষ বাসিন্দা দেশের অন্🦩য অংশের থেকে বিচ্ছিন্ন অবস্থায় র𒁃য়েছেন। সব মিলিয়ে ৮১১টি 🍌গ্রাম জলমগ্ন হয়ে রয়েছে। ১২৭৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫২৬২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। এর জেরে তাঁরা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন।