অসম পুলিশের হাতে পাকড়াও দুই ইমাম, আল কায়দা জঙ্গি যোগ! জেহাদির জন্য মগজধোলাই
1 মিনিটে পড়ুন Updated: 21 Aug 2022, 08:27 PM ISTসামনে ইমাম। আর পেছনে জঙ্গি কা♓র্যকলাপের অভিযোগ। বড় চক্র🅠ের পর্দাফাঁস অসমে।
সামনে ইমাম। আর পেছনে জঙ্গি কা♓র্যকলাপের অভিযোগ। বড় চক্র🅠ের পর্দাফাঁস অসমে।
উৎপল পরাশর
অসমের গোয়ালপাড়া জেলার পুলিশ দুই ইমামকে গ্রেফতার করল। তাদের সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দার যোগ রয়েছে বলে অভিযোগ। বাংলাদে🎐শের সন্ত্রাসবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গেও তাদের যোগ রয়েছে বলে অভিযোগ।
গত💖 চার মাসে AQIS ,ABT-র সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে অন্তত ২৩জনকে গ্রেফতার করা হল। মূলত জেহাদির স্লিপার সেল তৈরির চেষ্টা চলছিল বলে অভিযোগ𓂃।
গোয়ালপাড়ার পুলিশ সুপার ভিভি রাকেশ রেড্ডি জানিয়েছেন, শনিবার আমরা দুজন ইমামকে গ্রেফতার করেছি। ধৃতদের নাম আব্দুস শুভান(৪৩) ও জালালুদ্দ🍬িন শেখ(৪৯)। গত জুলাই মাসে জেহা🦄দি যোগসূত্র থাকার অভিযোগে আব্বাস আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। এরপর ইনপুটের মাধ্যমে এই ইমামদের গ্রেফতার করা হয়েছে।
আব্দুস শুভানের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল পুলিশ। তার বাড়ি থেকে আপত্তিকর কিছু পোস্টার, বই, ফোন, সিম পাওয়া গিয়েছে। জালালউদ্দিনের বাড়ি থেকে আরবিতে লেখা কিছু পুস্তিকা পাওয়া গিয়েছে। যেগুলির সঙ✱্গে আল কায়দার যোগ রয়েছে বল๊ে মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, ওই দুই ইমাম জেহাদিদের নানাভাবে সহায়তা করত। গোয়ালপাড়া এলাকায় জেহাদির স্লিপার সেলে তারা নিয়োগ করত বলেও অভিযোগ। এদিকে এর আগে অসমের মুখ্যমন্ত𒊎্রী জানিয়েছিলেন, এই রাজ্যে ইসলামিক মৌলবাদীদের একেবারে বিচরণক্ষেত্র হয়ে উঠছে♓। এবার সেই অসম থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি।