কাতারে জমে উঠেছে বিশ্বকাপের মহারণ। কাতারে কাতারে মানুষ সেই খেলা দেখছেন। যাঁরা কাতারে গিয়ে খেলা দেখতে পারছেন না তাঁরা বাড়িতেই টিভিতে খেলা দেখছেন। গলাও ফাটাচ্ছেন নিজের প্রিয় দলের জন্য। কেউ ব্রাজিলের, কেউ বা আবার আর্জেন্টিনার সমর্থক। বাসে, ট্রেনে, পাড়ায় পাড়ায় বিশ্বকাপের এই ফুটবল লড়াইকে ঘিরে তুফানও উঠছে চায়ের কাপে। কিন্তু কাতারের সেই খেলাকে ঘিরে শুধু তর্ক, বিতর্ক, গলা ফাটানোর মধ্যেই সীমাবদ্ধ থাকল না ব্যাপারটা। প্রিয় দল পরাজিত হচ্ছে সেই শোকে, ক্ষোভে আর্জেন্টিনার সমর্থকদের বাড়িতে ভাঙচুর হল বাংলাদেশে। এমনটাই হয়েছে বাংলাদেশের রাজশাহিতে। আর সেই ভাঙচুরের ঘটনায় অভিযোগ উঠেছে ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে। আর তার জেরে একেবারে তুলকালাম কাণ্ড। বাংলাদেশের সংবাদপত্রে তেমনি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।হেরেছে ব্রাজিল আর জিতেছে আর্জেন্টিনা। কিন্তু সে তো কাতারের মাটিতে। কিন্তু কেন আর্জেন্টিনা জিতবে? ব্রাজিলের অন্ধ ভক্তরা কিছুতেই মানতে পারছেন না এই পরাজয় । আর তারই পরিণতিতে এবার আর্জেন্টিনার সমর্থকের বাড়িতে ভাঙচুর। ভাঙচুর বলে ভাঙচুর। মেসি ভক্তের বাড়িতে শুক্রবার রাতে একেবারে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশের সংবাদপত্রে তেমনি খবর প্রকাশিত হয়েছে। একেবারে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ।মহম্মদ আব্দুল কুদ্দুস নামে ওই আর্জেন্টিনার সমর্থক বিমানবাহিনীতে কর্মরত। একেবারে খেলা চলাকালীন রে রে করে তার বাড়িতে ঝাঁপিয়ে পড়ে ব্রাজিলের সমর্থকরা। আসবাবপত্রেও ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্য়াপক উত্তেজনা ছড়ায়।পুলিশ গিয়ে কোনওরকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। একেবারে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এলাকায়। এমনটাই খবর। দুজন আহতও হয়েছেন।